তাহমিনা কোরাইশী
দীর্ঘ পথ পরিক্রমা তবুও কেন এতটা ওজোর-আপত্তি!
বেদনায় অশ্রæজল আগুন যেন পাঁজর ছুঁয়ে হুতাশন
আরো কিছুক্ষণ কি যেতো না পাশে থাকা।
যদিও অশীতিপর দিব্বি সংসারে বটবৃক্ষ আনন্দ বেলা
ভরিয়ে আঙিনা উদযাপন পঞ্চাশোর্ধ্ব বিবাহবার্ষিকী
চিরস্থায়ী বন্দোবস্ত হয় কি কপালে লিপিবদ্ধ করো!
না বোঝার ভানে চক্রাকায় ঘোরাঘুরি
কেন বলি নিয়মকেই ভালোবাসি, তবুও চাই নিয়মের ব্যত্যয়
পান থেকে চুন খসে যদিও বাধার অনাসৃষ্টি।
চোখের নিচে কালো দাগ গায়ের চামড়ায় পড়েছে ভাঁজ
দীঘল কালো এলো চুলে সাদায় সাদার প্রলেপ
সুখের পালঙ্ক আর পাল্কি কাঁদে হু হু করে
ছুঁয়ে দক্ষিণের বাতাস
ডাকে কাশবন আয় আয় খেলবি কি লুকোচুরি খেলা
দৃষ্টি ভারী হয়ে আসে ঝাপসা সকল দৃশ্যপট
ছায়া পড়ে গহন গহিনে
কত দূর পথ আর বলো হেঁটে যাওয়া যায়
চোখের বায়স্কোপে সাতরঙে প্রজাপতি ওড়াউড়ি।
কেবল আজ বুঝি কেন দৃষ্টির সীমানায় অসীমের ডাক
ক্ষণে ক্ষণে পথ হারানোর ভয়
সামনের ফটকে তালা ঝুলে যায়
পথ কি তবে এখানেই শেষ!