প্রণব মজুমদার
মনে মনে অতি সঙ্গোপনে সুড়ঙ্গে চলেছে বীর
অস্ফুট ধ্বনি, আনন্দে ভিজে গেছে নীড়
যে গৃহে তোমার আনন্দ অশ্রæ পড়েনি জমা বহুদিন
আমিও অভুক্ত সখি দণ্ডক্ষরণ করি মগ্ন ক্ষীণ
জীবনের আয়ু থাকে কতকাল
এসো মিলি মোহনায়
ভয়কে করো জয়, দ্বিধা সংকোচ নয়
আবেগে মূর্ছনায়।
আজ আছি কাল হয়তো আমিও নেই
এসো আমি তুমি জীবনকে উত্তাপ দেই।