আনজানা ডালিয়া
সরে যাওয়া টিপে সেদিন দেখেছিলে এক শান্ত স্নিগ্ধ ভালোলাগা ঘোর
আর গভীর এক বসন্ত।
কোথাও কি পেয়েছিলে অস্পষ্ট,
কিংবা ধোঁয়াশা?
শুধু দেখেছিলে ধবধবে সাদায় বেদনার কিছু চিত্র।
বুকের জমিনে ছিল শুধুই বুননের ইচ্ছে
নিঃশব্দ হাসি ফিরে ফিরে আসে শৈল্পিক তুলিতে
না হেসে উপায় কি?
আলতো আহ্লাদে ছুঁয়ে দিচ্ছিলে যে স্পর্শাঞ্চল।
জাগ্রত আঁধারের বুকে প্রজাপতি রঙ ছড়ালো
তাও কেন যেন বুকের আঙিনায় ঝড়ের তাণ্ডব রাজত্ব করেছিল।