মৃত্তিকা চাকমা
এক নিমন্ত্রণে গিয়েছিলাম
তারা মনে করেছিল আমার
ভোজনের অহংকারটা মন খুলে দেখে নেবে
এবং হাসবে তিরস্কার করবে, বড় আশা ছিল।
কিন্তু তারা ব্যর্থ
আমার দাঁতগুলো বের করে দিয়েছিল বটে,
কিন্তু দাঁতের শিকড়গুলো রয়েছে
তারা তো ঘুণাক্ষরেও জানে না।
আমি আমার মতো করে চিবিয়ে খেলাম
তারা আহাম্মক হয়ে চেয়ে রইলো।
কিন্তু, না আমি তো হার মানি না।
কী হয়েছে;
আমার দাঁতের পাত্তি নেই মাড়ি তো রয়েছে!
আমি চিবুতে থাকলাম দিব্যি-
পৃথিবীতে যত কঠিন খাদ্য রয়েছে।
তারা মন খুলে চেয়ে রইল
দেখলো আমার খাদ্য চিবুনোর কাণ্ড,
আমি দিব্যি চিবিয়ে খেলাম।