শ্রাবণী প্রামাণিক
কোন এক মঙ্গলের সকালে
মুখোমুখি জীবনের কথা বলবো বলে
পথে পথে ঘুরেছি।
গোড়ালির ছাপে ছাপ মিলিয়ে তোমার ছায়া পর্যন্ত
ধাওয়া করে ফিরেছি।
অতঃপর হাওয়ায় বুলেট পোড়া রক্তের গন্ধ ভাসলে
আজ ঊর্ধ্বমুখো চিৎকার করে বলছি-
সশব্দ জনসভায় একান্তে বসে থাকার জীবন এখন
উল্কার পেছনে না ছুটে উল্কি এঁকে চলার জীবন এখন
জীবনের বিশুদ্ধতা না খুঁজে বিশুদ্ধ জলের বিজ্ঞাপন
¯েøাগানে ¯েøাগানে প্রতিবাদের ঝড় না তুলে
ঘরে বসে গলা ফাটানোর দিন এখন
শিশু অধিকারের ব্যানার ফেস্টুনে রাজপথ ভরিয়ে
ভ্রæণ হত্যার জীবন এখন
স্বাধীনতার আকাশে শান্তির পায়রা উড়িয়ে
ব্যক্তি স্বাধীনতায় বিচ্ছেদের ঝান্ডা ওড়াবার দিন এখন
ঈশ্বরকে গলায় ঝুলিয়ে কপালে ধর্মের কালি লেপে
নগ্নতা প্রকাশের দিন এখন
শুনবে আরো? সহ্য করতে না পেরে ফের যদি ফের
তাই বলছি-
তোমার রক্তে শরীর ভিজিয়েছে যারা
এখন তারা ঘাসহীন চৌচির মাটির বুকের অভ্যন্তরে
আত্মায় গিয়ে আঘাত হানে
বিষাক্ত বাতাসে আকাশ কাঁদে না বলে
অঢেল রক্তে ধরণী ভিজিয়ে তাজা শস্য ফলাতে চায়
অবশেষে সকল ব্যর্থতার ইতিহাস মুছে ফেলতে
প্রাক পৃথিবীর দিবা স্বপ্নে আচ্ছন্ন হয়