মেজবাহ উদ্দিন
একটি শীতার্ত সকাল অনুভূতির সব রং
পেরিয়ে এলো আনন্দ উল্লাস নিয়ে
একটি নির্দিষ্ট সীমারেখায় গণতন্ত্রের
অবাধ বিজয় আসতে সকালের শীতার্ত
অনুভূতি বুঝল হারানোর কষ্ট।
বিজয় আনন্দ, বিজয় কষ্টের আনন্দ।
বিজয় আলোর ধারা মিছিলের সমাপ্তি।
এই সীমারেখায় আমার জন্ম বলে
এবং অধিকারের সত্যতা নির্ণয়ে
স্বাধীনতা যুদ্ধের সমস্ত আয়োজন
আমার সাথে মিশে হয় একাকার।
তোমরা জানো বিজয় যতক্ষণ-না
আমার জন্য নিশ্চিত হয়েছিল
ততক্ষণ আমার যুদ্ধ ছিল অবিরাম
একটি শীতার্ত সকাল বেদনা বয়েও
নিয়ে এলো প্রত্যাশিত বিজয়ের ফুলমাল্য।