ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : উপজেলায় ৩ মাস মেয়াদি প্রশিক্ষণ শেষে দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন ও সিট কাপড় বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটির (সিডিএস) উদ্যোগে মাগুরা ইউনিয়ন পরিষদের হলরুমে এর আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) সাধন কুমার বিশ্বাস। ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ডেভলেপমেন্ট সোসাইটির (সিডিএস) নির্বাহী পরিচালক মি. যোসেফ বিশ্বাস, সমন্বয়কারী আলফ্রেড মণ্ডল।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রোগ্রামার পূর্ণিমা সরকার, ম্যানেজার জহুরুল হক, ইউনিয়ন অর্গানাইজার প্রিন্স, দর্জি প্রশিক্ষক কাজল রেখা, ইউপি সদস্য রুŸেল হোসেন, আমিনুর রহমান, জামাল হোসেন, জহিরুল ইসলাম, সালেহা খাতুন প্রমুখ।
অনুষ্ঠান শেষে দর্জি প্রশিক্ষণে অংশগ্রহণকারী দুস্থ মহিলাদের সেলাই মেশিন এবং অন্যদের সিট কাপড় বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস।