কাগজ প্রতিবেদক, কিশোরগঞ্জ : ‘আইন মেনে চালাই গাড়ি, নিরাপদে ফিরি বাড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ পুলিশ প্রশাসনের উদ্যোগে নতুন সড়ক পরিবহন আইন সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে শহরের গাইটাল বাস স্টেশানে কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ।
কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, মালিক সমিতির সাবেক সভাপতি হেলাল উদ্দিন মানিক, শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহমেদ কাইয়ুম প্রমুখ। পরে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ কয়েকটি বাসে নতুন আইনের বিধি সংবলিত স্টিকার লাগিয়ে দেন।