কক্সবাজারের টেকনাফ থানার বড় হাবিবপাড়া গ্রামের জামে মসজিদের পাশে গত মঙ্গলবার রাতে মো. তৈয়ব নামে একজনকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী। অপরদিকে খুলনা সদর থানার রূপসা ঘাট এলাকায় একটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক ব্যবসায়ী রাজন রায় ও শরিফুল ইসলামকে আটক করা হয়। খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ও ৫০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। বিজ্ঞপ্তি।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে দুজনের এক হাজার টাকা করে জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত। বিজ্ঞপ্তি।