কাজী মোহাম্মদ শাহজাহান
রমা মা, পা ফেলে না
মাটি পাবে দুখ।
শহীদ ছেলে ঘুমিয়ে আছে
বুকের শান্তি সুখ।।
হানাদারের হিং¯্র থাবা
দমিয়ে দেবার হাঁক।
মায়ের মনে কঠিন সাহস
যা যাবে যা যাক।।
মায়ের মানে ছিনিমিনি
ছেলের বুকে গুলি।
মায়ের হাত মাথায় আছে
সামনে শুধু চলি।।
রমা মা, হাত পাতে না
নিজের পায়ে নিজে।
রাত গভীরে ঘুম আসে না
দুঃখে চোখ ভিজে।।
রমা মা, পা ফেলে না
ফুলের ভাঙে ঘুম।
সারা বাংলা ফুলের বাগান
অঙ্গে মায়ের চুম।।