স্মার্টফোনের আমদানি শুল্ক বাড়লেও দেশের বাজারে ভিভো ফোনের খুচরামূল্যে এর প্রভাব পড়েনি। আগের মূল্যহারেই বিক্রি হচ্ছে চীনা মোবাইলসেট নির্মাতা কোম্পানির স্মার্টফোনগুলো। গত ২ আগস্ট দেশের বাজারে নতুন ফোন ভিভো এস১ বিক্রি শুরু করেছে কোম্পানিটি। আন্তর্জাতিক মূল্যের সমান্তরালেই এর মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের বাজেটে নতুন ১৫ শতাংশসহ মোট ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রভাব এর খুচরা মূল্যের উপর পড়েনি। হেলো ফুল ভিউ ডিসপ্লে এবং অনন্য স্টাইলের ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৮ হাজার ৯৯০ টাকা। ডায়মন্ড ব্লু্যাক ও স্কাইলাইন ব্লু রঙে মোবাইলটি পাওয়া যাচ্ছে। এ ছাড়াও, ভিভোর ভি১৫, ভি ১৫ প্রোসহ অন্য ফোনগুলোও আগের দামেই বিক্রি হচ্ছে। ভিভো বাংলাদেশ জানায়, ভিভোর এস সিরিজের প্রথম ফোন এস১। বাজারে আসার কয়েকদিনের মধ্যেই এটি ঈদ বাজারে দারুণ সাড়া ফেলেছে। বিক্রি বেড়েছে ভিভোর অন্য ফোনগুলোরও।
ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং প্রযুক্তিসমৃদ্ধ ভিভো এস১ ফোনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন (এআই) ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৪ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার তিনটি রিয়ার ক্যামেরা। ৬ জিবি র্যাম ছাড়াও ফোনটিতে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ৬ দশমিক ৩৮ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লের ফোনটিকে ভিভো ডাকছে ‘হেলো ফুল এইচডি ডিসপ্লে’ নামে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রিয়ার তিনটি ক্যামেরার ক্ষমতা যথাক্রমে ১৬, ৮ ও ২ মেগাপিক্সেল। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ফানটাস ওএস ৯.০ এবং অক্টাকোর প্রসেসরে। ফোরজি প্রযুক্তি ব্যবহার উপযোগী ফোনটিতে ইউএসবি ওটিজি ব্যবহার করা যাবে। ফোনে ওয়াইফাই, এফএম, ব্লুটুথ ভি৫.০, জিপিএস, মাইক্রো ইউএসবি সুবিধা রয়েছে। হ ডটনেট ডেস্ক