রহস্যের গন্ধ ছিল তার হাসি আর চুলে,
ছিল মসৃণ স্বপ্ন আঁকা চোখে।
কেমন যেন বিপরীতমুখী স্রোতের তোড়ে ভেসে গেল আমার স্বপ্ন
অনুসন্ধিৎসু মন তার চুলের গহিন অরণ্যে হারিয়ে যাবার আগেই,
তার মোনালিসা হাসির উত্তর খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল
মস্তিষ্কের অজস্র নিউরন…
:: রিফাত মুনীর ইতি, ঢাকা