আমি যতোই এগিয়ে যাই দিগন্তে
শূন্যে সরে যায় গন্তব্য
আমার মহাকাশে তিনটি রংধনু
অদৃশ্য কম্পাসের ইঙ্গিতে বয়ে চলে
দৈনন্দিন জীবনের গুরুভার
দিগন্তের অতলান্তিক গহŸরে
কতোগুলো ছায়াছন্ন পৃথিবী
আটকে থাকে এন্টিম্যাটার বলয়ে
নিঃসঙ্গ সে বিশ্ব
মহাশূন্যের ভাসমান আলোকিত স্রোতে
অর্ধগোলক এক ছায়াপথ
আমি যতোই হাঁটি বেড়ে যায় পথ
:: সমর চক্রবর্তী