হুইসেল দিয়ে ছোটে সর্পিল ট্রেন
জীবন খোঁজে একমুঠ আগামী
ঘুমকামুখ চোখ মাখামাখি
থেমে থেমে চলা রথগাড়ি বিকল
চা…গরম, গরম চা… চা…
বাতাসে মেশে জীবনের শোরগোল
চায়ের ধোঁয়ায় ভেসে ওঠে স্বজন
সবুজ সিগন্যাল লাইট!
দুই নম্বর প্ল্যাটফর্ম
আরেকটি ডাউন ট্রেন