– মুহাম্মদ ফরিদ হাসান
নিঃশ্বাস সমান মেঘে হেসে ওঠে বৃষ্টি
রাত যে কত হলো; নিশ্চুপ-
বেখেয়ালে ঘাসের চোখে শুয়ে পড়ো রাত্তির।
ভেজা জানালার অন্ধকার মেখে গায়ে
যে তারাটি নিভে গ্যালো নিঃশব্দে; কেবল-
প্রত্যুষের আলোয় এসেছিলো মৃত্যুরথ,
নচেৎ সে জেনে নিতো আপন আঁধারে
তার মৃত্যুতে মাটির বুক হলো মাতৃসবুজ; ধোয়ার বেলুন!
এসো রোদ চেয়ে চেয়ে ঝাপসা হই
ভিজিয়ে রাখি আকীর্ণ পথ
এসো বৃষ্টি হয়ে আজ- ঝরি দু’জনে।