– অনু ইসলাম
জন্মগ্রন্থির দরজা খুলে হাঁটছি অবিরাম শুদ্ধ হাওয়া এখনো লাগেনি গায়
বিরুদ্ধ-বাতাসের সাথে যুদ্ধ করতে-করতে নিজেকে তাই যোদ্ধার বেশে
সাজিয়ে নিয়েছি। অথচ করতলে এখনো নেই কোন রক্ত শোষণের চিহ্ন
স্রোতস্বীনি জীবনের-সমুদ্রবাহিকায় আমিই একমাত্র নাবিক যে শুধু স্বপ্নে-
বাঁচি। কিছু কিছু পরাজয় থাকে জয়ের জন্যে, মৃত্যুও এক পরম-জয়।
জীবন-মঞ্চে উপবিষ্ট হয়ে জেনে নিয়েছি সময়সীমা অতিক্রমের মুহ‚র্ত-
জেনে নিয়েছি মানব-মানবীর সঙ্গমই এক প্রেমময় জীবন অধ্যায়ের পূর্ণপাঠ-
কেননা সঙ্গমই মানুষের আদিমতার পূর্ব-ইতিহাসের ইতিবৃত্ত ধারণ করে আছে।