– সাইফ সিরাজ
ধ্বনিরা দেহ পায় ভাবের বদহজমে
তাই বলে চিৎকার তার সম্পদ নয়
পৃথিবীর সব ধ্বনিরা দেহের আশায়
আশ্রিত কাগজ-খাঁচার নিরস অন্দরে
ক্রমাগত বাড়ছে শব্দ ভিখারির আর্তনাদ…
মহাকালের চোখে দেহজ বাস্তবতা
ভাঁজে ভাঁজে চুম্বনের মূর্ত মানচিত্রে
এক পৃথিবীর ইতিহাস জেগে ওঠে
অসহায় ধ্বনির অবাক জেগে থাকা
নাড়িয়ে দেয় জীবনের আদি-অন্ত গোপন…
সংখ্যা সংকেতের সভ্যতায় নেমে গেছে পাঠকের হিসেব
শব্দ এখন এজমালি সম্পদ; রুগ্ণ দেহে দ্রোহের আকাল
টাইপিং দক্ষতায় ধ্বনির কারা-রক্ষীরা ভাবের অভিভাবক
এখন আকাশের নীল- রঙধনু হতে চায় শাড়ির প্রস্থানে।
পাখির অভিমানে রিদমিক পাখিরা যন্ত্রের ভেতর
প্রেমের আকালে ভালোবাসার ফ্লেভারে সুখের অভিনয়
রঙিন ইতিহাসের প্রত্যাশায় লৌকিক মোহে বিমূঢ় মুগ্ধতা
আরেকটা প্রতœতাত্তি¡ক গবেষণার রসদ রেখে যাবো কি?
অনাগত সহস্রাব্দ-সভ্যতার জাদুঘরে!