– এনামুল হক টগর
পৃথিবীর শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি
জীবন যন্ত্রণার মর্মপীড়া আর দুঃখগুলো বুকে নিয়
অসীম জগৎ আমাদের ডাকছে
আদর্শ মাটির পিঠে সাগর ভাসছে
তোমার দীর্ঘ পরিমাপের সীমানায়!
বুদ্ধির বিচক্ষণতা আমাদের পথ দেখায়
তারপরও জীবনগুলো বন্দি থেকে যায়
ধীরে ধীর জ্ঞানের পর্বত গুহায় তোমাকে খুঁজে ফিরি
ঐশ্বরিক বিশ্বাসের প্রত্যক্ষ দর্শন বিজ্ঞানে
আমাদের বেদনার পথ থেকে সফলতা আসে
গভীর প্রেম ভালোবাসার বুকে আলো দিতে
তারপর মহৎ শতকের এক নতুন নির্মাণ
সত্যের অনুসন্ধান করে এই বিজ্ঞজাতি।