×

জাতীয়

শ্রীনগরে এতিম শিশুদের পাশে জেলা প্রশাসক সায়লা ফারজানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ০১:৫৩ পিএম

শ্রীনগরে এতিম শিশুদের পাশে জেলা প্রশাসক সায়লা ফারজানা
ম্যাডাম আবার কবে আসবেন? মাতাপিতাহীন ছোট্র এতিম শিশুদের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুন্সীগঞ্জের জেলা কিছুটা আবেগতাড়িত হয়ে বলেন ”আবারও আসবো বাবা” তোমাদের কাছে আসতে আমার খুবই ভাল লাগে। শ্রীনগরে সরকারি শিশু পরিবার এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায়-২০১৯ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিদায়কালে এতিম শিশুরা এমন প্রশ্ন করে থমকে দেন জেলা প্রশাসক সায়লা ফাজানাকে। তিনি কান্নাজরিত কন্ঠে কিছুটা পরে বলেন আবাও আসবো বাবা। সরকারি শিশু পরিবার (বালক) এর শ্রীনগর উপজেলার বালাশুরে ২২ জানুয়ারী গতকাল মঙ্গলবার এতিমখানার খেলার মাঠে এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে এতিম শিশুদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রাধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাষক সায়লা ফারজানা। এসময় তিনি এতিমখানা প্রাঙ্গণে ফলদ বৃক্ষ রোপন, এতিম শিশুদের মাঝে নতুন পোষাক, শীতবস্ত্র, ক্রীড়া সামগ্রী ও উন্নত খাবার বিতরণ করেন। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি শিশু পরিবার এতিমখানার সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা শাহীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক হরিশ চন্দ্র বিশ্বাস, শ্রীনগর থানার ওসি মোঃ ইউনুচ আলী, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মাইনুদ্দিন সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজা বেগম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App