×

জাতীয়

পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান বসছে আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ১১:২২ এএম

পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান বসছে আজ
পদ্মা বহুমুখী সেতুর ষষ্ঠ স্প্যান আজ বসছে। গতকাল মঙ্গলবার মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে নেয়া হয়। সব কিছু ঠিক থাকলে আজ বুধবার বিকেলের মধ্যেই স্প্যানটি পিলারের ওপরে বসানো হবে। এই স্প্যানটি বসলে মূল সেতুর ৯০০ মিটার দৃশ্যমান হবে। প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, ক্রেনে তোলা হয়। বুধবার সকালে কুয়াশা কাটলে স্প্যানটি সেতুর পিলারের উপর স্থাপনের কাজ শুরু হবে। পিলারের উপর ওঠানোর পর আরো অনেক কাজ রয়েছে। বিশেষজ্ঞ ও প্রকৌশীলরা তা সম্পন্ন করবেন। কোনো টেকনিক্যাল সমস্যা দেখা দিলে বৃহস্পতিবার পিলারের ওপর স্থাপন করা হবে। সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে সেতুতে পঞ্চম স্প্যানটি বসানো হয়। এরপর নদীর নাব্য সংকটের কারণে ষষ্ঠ স্প্যানটি পিলারের ওপর স্থাপন করা সম্ভব হচ্ছিল না। মাওয়া প্রান্তের কুমারভোগের কনস্ট্রাকশন ইয়ার্ডে স্প্যানটি তৈরি হয়েই ছিল। এই স্প্যানটির ওজন ৩ হাজার ২০০ টন। নাব্য সংকট দূর করতে ১০টি ড্রেজারের সাহায্যে নদীতে অনবরত ড্রেজিং করা হয়। এরপরও নদীর বিভিন্ন স্থানের জেগে ওঠা চর কেটে ফেলে ক্রেন তৈরির পথ করা হয়েছে। গতকাল সকালের দিকে স্প্যানটি ক্রেনে তোলা হয়। তারপর সতর্কতার সঙ্গে ক্রেনটি মাওয়া প্রান্ত থেকে জাজিরা প্রান্তে চলতে শুরু করে। দুপুরের দিকে ক্রেনটি অর্ধেক পথ অতিক্রম করে। বিকেলের দিকে ক্রেনটি নিরাপদে জাজিরা প্রান্তে পৌঁছে। এখানের ৩৭ ও ৩৬ নম্বর পিলারের মাঝখানে স্প্যানটি স্থাপন করা হবে। স্প্যানটি বসানোর জন্য সেতু প্রকল্পের প্রকৌশলীরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানান। এই স্প্যানটি বসানো হলে সেতুর ৯০০ মিটার দৃশ্যমান হবে। গত বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত ৫টি স্প্যান বসানো হয়। আরো ৯টি স্প্যান প্রস্তুত রয়েছে। সপ্তম স্প্যানটি ৩৬ ও ৩৫ নম্বর পিলারের ওপরে বসানো হবে। ফেব্রুয়ারি মাসে এই স্প্যানটি বসবে। এর আগে সেতুর ওপর স্থাপন করা ৫টি স্প্যানের ওপর এখন রেললাইনের সংযোগের কাজ চলছে। রেল স্লাব বসানোর কাজ শেষ হয়েছে। ছয় লেনের রোড স্লাব বসানোর কাজ কয়েকদিনের মধ্যেই শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App