×

জাতীয়

গাইবান্ধায় তিনশ বছরের পুরাতন কষ্টি পাথরের মুর্তি উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ১১:৪৭ এএম

গাইবান্ধায় তিনশ বছরের পুরাতন কষ্টি পাথরের মুর্তি উদ্ধার
গাইবান্ধায় তিনশ বছরের পুরাতন কষ্টি পাথরের মতো একটি মুর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন পরিষদ থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রামনাথের ভিটা গ্রামের আল আমিন সোমবার দুপরে আলাই নদীতে গোসল করতে যায় চাচাতো ভাই সাব্বিরকে নিয়ে। গোসলের এক পর্যায়ে আল আমিনে পায়ের সাথে লাগে কষ্টি পাথরের মুর্তিটি। পরে আল আমিন ও সাব্বির মুর্তিটি তুলে বাড়ি নিয়ে যায়। মুর্তির পাওয়ার কথা এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন ভির করতে থাকে আল আমিনের বাড়িতে। আল আমিন বলেন, উৎসুক জনতা মুর্তিটি কষ্টি পাথরের ও দাম কোটি টাকা হবে, এমনটি বলায় ওইদিন আমি মুর্তিটি বাড়িতে রেখে দেই। কিন্তু ঝামেলা থেকে মুক্তি পেতে মঙ্গলবার সকালে বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে মুর্তিটি হস্তান্তর করি। চেয়ারম্যান সাফায়েতুল হক পাভেল বলেন, মুর্তিটি পাওয়ার পর সদর থানায় খবর দেয়া হয়। পুলিশ এসে মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খাঁন মো শাহরিয়ার বলেন, বাদিয়াখালীতে একটি কষ্টি পাথর পাওয়া গেছে এমন জল্পনা কল্পনা সৃষ্টি হয় ওই এলাকার মানুষদের মধ্যে। আমরা সোমবার থেকে মুর্তিটি উদ্ধারের চেষ্টা করে মঙ্গলবার তা সম্ভব হয়। মুর্তিটির গায়ে ১৭১৭ সাল লেখা। সে অনুযায়ী মুর্তিটি তিনশ বছর আগের। মুর্তিটি দেখে প্রাথমিক ধারনা যাচ্ছে শিবের মুর্তি। মুর্তিটি কষ্টি পাথর কি না তা পরীক্ষার-নিরীক্ষা করা হবে। পরীক্ষা শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App