×

জাতীয়

আনোয়ারা জুঁইদন্ডীতে অবৈধ বালি উত্তোলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ১২:১৪ পিএম

আনোয়ারা জুঁইদন্ডীতে অবৈধ বালি উত্তোলন
শঙ্খ নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের গোদারঘোরা এলাকায় অবাধে বালু উত্তোলন চললেও দেখার কেউ নেই। দিন রাত ড্রেজার বসিয়ে নদী থেকে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও নির্মিত বেঁড়িবাধ হুমকির মুখে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের গোদারঘোরা এলাকায় দিনরাত অবৈধভাবে বালু উত্তোলনে করছে স্থানীয় প্রভাবশালী মহলের মোহাম্মদ গফুর ও আব্বাসের নেতৃত্বে একাধিক সিন্ডিকেটের নেতারা। বিভিন্ন সময় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে জেল জরিমান করলেও অবাধে বালু উত্তোলন করে চলছে তারা। দিনরাত ড্রেজার বসিয়ে নদী থেকে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও নির্মিত বেঁড়িবাধ এখন হুমকির মুখে। স্থানীয় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সেলিম বলেন, বালু উত্তোলনের বিষয়ে আমি কিছু বলতে পারবনা। আমি আপনার সাথে পরে দেখা করব। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, বালু উত্তোলন বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নিব। স্থানীয় জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশেদুর রহমান খোকার সাথে বালু উত্তোলনের বিষয় নিয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা সম্ভব হয়নি। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ বলেন, আমি একাধিক বার অভিযান চালিয়ে ড্রেজারও জব্দ করে জেল জরিমানা করেছি। যারা অবৈধ ভাবে বালু উত্তোলন করে পরিবেশ ও নির্মিত বেঁড়িবাধের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App