×

জাতীয়

জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৯, ০৫:০৬ পিএম

জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ ফাইল ছবি

জনগণ ভোটের মাধ্যমে যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার মর্যাদা ধরে রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের শুরুতে তিনি এ বক্তব্য দেন। শুরুতেই শেখ হাসিনা বলেন, তৃণমূলের প্রতিটি মানুষের জীবনমান ও ভাগ্য যেন উন্নত হয়, তারা যেন উন্নয়নের সুফল পায়, সেটি নিশ্চিত করতে হবে। দেশের মানুষ সরকারকে যে গুরুদায়িত্ব দিয়েছে, তার সম্মান রাখতে হবে। শেখ হাসিনা বলেন, দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আপনাদের সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। দেশের সাধারণ মানুষগুলোই জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ওপর আস্থা ও বিশ্বাস রেখেছে। টানা তৃতীয়বারসহ চারবার প্রধানমন্ত্রী হওয়ায় আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিকল্পনামন্ত্রী, অর্থমন্ত্রীসহ অন্যান্য কর্মকর্তারা। এরই মধ্যে ৭ দশমিক ৮৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আগামীতেও উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হবে। এ লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ, যাচাই-বাছাই ও যথাযথভাবে বাস্তবায়নের জন্য সতর্কতা অবলম্বনের পাশাপাশি নজরদারির বিষয়ে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, আমাদের তার মর্যাদা দিতে হবে। আমি চাই, আমরা যে প্রকল্পগুলো গ্রহণ করেছি, সেগুলো দ্রুত বাস্তবায়ন শুরু করা। যত বেশি নজরদারি বাড়ানো হবে, কাজের গতি এবং কাজের মান তত বেশি ভালো হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন মন্ত্রিপরিষদ একটু নতুনভাবে ঢেলে সাজিয়েছি। কাজেই আমরা চাই, আমাদের লক্ষ্যটা যেন আমরা অর্জন করতে পারি। ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, বৈঠকে এক হাজার ৮৯৩ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক, যার পুরোটাই সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে। পরিকল্পনামন্ত্রী আরো জানান, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪৫ শংতাশ। বৈঠকে এক হাজার ৮৯৩ কোটি টাকার আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App