×

বিনোদন

এলআরবির অতিথি গায়ক বালাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৯, ০৪:১১ পিএম

এলআরবির অতিথি গায়ক বালাম
ব্যান্ড ‘এলআরবি’র অতিথি ভোকাল হিসেবে দলটির সঙ্গে যুক্ত হয়েছেন কণ্ঠশিল্পী কাজী মোহাম্মদ আলী জাহাঙ্গীর বালাম। শ্রোতাদের কাছে যিনি বালাম নামেই পরিচিত। বালামের যুক্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন এলআরবির ব্যবস্থাপক শামীম আহমেদ। তবে বালাম এলআরবির স্থায়ী সদস্য হিসেবে নিযুক্ত হননি। আপাতত দলটির আসন্ন কিছু কনসার্টে অতিথি ভোকাল হিসেবে গাইবেন বালাম। আগামী ২৪ জানুয়ারি ‘এ ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু’ শিরোনামে একটি কনসার্টে গুলশানের ‘ক্রিম ডে লা ক্রিম কফি’ রেস্তোরাঁয় থাকবে এলআরবির পরিবেশনা। সেখানে আইয়ুব বাচ্চুর জায়গায় দলটির সঙ্গে গিটার হাতে গান গাইতে দেখা যাবে বালামকে। এ ছাড়া দলের অন্য সদস্যদেরও কিছু গান গাইতে দেখা যাবে। বর্তমানে বালাম একক শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেলেও, তার সঙ্গীত ক্যারিয়ার শুরু হয়েছিল দেশের আরেক জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর ভোকাল হিসেবে। ১৯৯৮ সালে তিনি ওয়ারফেজে যোগ দেন। দলটির সঙ্গে প্রায় দশ বছর কাজ করার পর নিজের একক ক্যারিয়ারে মনোযোগী হন বালাম। ওয়ারফেজের পর এবার দ্বিতীয় ব্যান্ড হিসেবে এলআরবিতে কাজ করছেন বালাম। ১৯৯১ সালের দিকে কিংবদন্তি রকতারকা আইয়ুব বাচ্চুর হাত ধরে প্রতিষ্ঠিত হয় এলআরবি। গত বছরের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আইয়ুব বাচ্চু। তার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়ে উপমহাদেশের সঙ্গীতাঙ্গন। ভোকাল শূন্য হয়ে পড়ে এলআরবি। শুধু ব্যান্ড নয়, দেশের সঙ্গীতাঙ্গনে এক গভীর শূন্যতা সৃষ্টি হয়। কারণ তিনি শুধু একজন রকস্টারই ছিলেন না, সঙ্গীতের সব শাখায় ছিল তার অবাধ বিচরণ। এদিকে এলআরবিতে স্থায়ী ভোকাল নেয়ার প্রস্তুতি চলছে। দলটির প্রতিষ্ঠাতা সদস্য ও বেস বাদক সাইদুল হাসান স্বপন জানান, খুব শিগগিরই দেশব্যাপী কণ্ঠশিল্পী খোঁজার আয়োজন করছে এলআরবি। অডিশনের মাধ্যমে সারাদেশ থেকে সেরা একজনকে নির্বাচন করা হবে এলআরবির স্থায়ী ভোকাল হিসেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App