×

আন্তর্জাতিক

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৯, ১১:১৭ এএম

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল
সিরিয়ায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। তবে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, সব ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করেছেন সিরীয় সেনারা। সিরিয়ার একটি সামরিক সূত্র বলছে, আমাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ইসরাইলের একটি আগ্রাসন নস্যাৎ করে দিয়েছে। সানা ও আলজাজিরার খবরে তা বলা হয়েছে। দামেস্ক বিমানবন্দরের কাছে সিরিয়ার সামরিক বাহিনী ইসরাইলের সাতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বিমানবন্দরেরও কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ঘটনার কিছুক্ষণ পরই ইসরাইলি বাহিনী দাবি করেছে, তাদের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে একটি রকেট ভূপাতিত করা হয়েছে। রকেটটি অধিকৃত গোলানের উত্তর অংশ লক্ষ্য করে ছোড়া হয় বলে ইসরাইল দাবি করেছে। তবে কোথা থেকে রকেটটি ছোড়া হয়েছে তা সামরিক বিবৃতিতে পরিষ্কার করা হয়নি। সিরিয়ার অভিযোগ, দীর্ঘদিন ধরে উগ্র সন্ত্রাসীদের অর্থ, অস্ত্র ও সামরিক সহযোগিতা দিচ্ছে ইসরাইল। সিরিয়ার অভিযোগ, দীর্ঘদিন ধরে উগ্র সন্ত্রাসীদের অর্থ, অস্ত্র ও সামরিক সহযোগিতা দিচ্ছে ইসরাইল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App