×

বিনোদন

সংসদ সদস্য হতে চান যেসব তারকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৯, ০২:০৭ পিএম

সংসদ সদস্য হতে চান যেসব তারকা
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সদস্য হওয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শোবিজ অঙ্গনের একাধিক তারকা। এদের মধ্যে আলোচনায় রয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও অভিনেত্রী রোকেয়া প্রাচী, শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের মেয়ে শমী কায়সার, চিত্রনায়িকা মৌসুমী, অপু বিশ্বাস, অভিনেত্রী অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি ও তারিন। এদিকে মনোনয়পত্র কেনার পরপরই বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে নায়িকা মৌসুমীর একটি স্থিরচিত্র ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় নায়িকা ববিতা ও মৌসুমী তারেক রহমানের সঙ্গে একটি অনুষ্ঠানের মঞ্চে বেলুন উড়িয়ে উদ্বোধন করছেন। কেউ কেউ দাবি করছেন মৌসুমী এক সময় বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সদস্য ছিলেন। তবে সেটি অস্বীকার করেছেন মৌসুমী। তিনি দাবি করেন জাসাসের একটি অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে তিনি অংশ নিয়েছিলেন। তবে জাসাসের সদস্য কখনোই ছিলেন না। এই অভিনেত্রী বলেন, আমাদের এমন অনেক অনুষ্ঠানেই যেতে হয়। এরকম একটি ছবি যারা ফেসবুকে ছড়াচ্ছে তারা আমাকে পছন্দ করে না। জলঘোলা করার জন্যই এটা করা হচ্ছে। আমার রাজনীতিতে যুক্ত হওয়ার উৎসাহকে নষ্ট করার জন্যই পরিকল্পিতভাবে এটা করছে। এদিকে সংরক্ষিত আসনে এমপি হবার তালিকায় আলোচনায় রয়েছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। বেশ কিছুদিন ধরেই রাজনীতিতে সক্রিয় রয়েছেন তিনি। গত নির্বাচনে ফেনীর সোনাগাজী আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন। পরে দল থেকে তাকে মনোনয়ন দেয়া হয়নি। এবার সংরক্ষিত আসনে এমপি হতে চাইছেন প্রাচী। এজন্য আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন। প্রাচী বর্তমানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও যুক্ত। প্রাচী বলেন, জননেত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করবেন তাকেই নির্বাচিত করবেন। নেত্রীর সঙ্গে আছি, বাংলাদেশ আওয়ামী লীগের পাশে থাকব। অভিনেত্রী শমী কায়সার বলেন, সংরক্ষিত নারী আসনে কে এমপি হবেন সেটা আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক করবেন। আমি আশা করছি তিনি আমাকে মনোনীত করবেন।’ অভিনেত্রী অরুণা বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজকে এগিয়ে নিয়ে যাবার জন্য কাজ করতে চাই। তার উন্নয়ন কাজে যুক্ত হয়ে পাশে থাকতে চাই। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে দেশ এখন এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যাজিক নেতৃত্বে আমরা এখন সারা বিশে^র বিস্ময়। দেশের জন্য কাজ করার আগ্রহ থেকেই সংরক্ষিত আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। এ ছাড়া ফাল্গুনী হামিদ, সুজাতা, কবরী, সুবর্ণা মুস্তাফাও সংরক্ষিত নারী আসনে এমপি হতে চাইছেন বলেও শোনা যাচ্ছে। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠন করে। এবার সংরক্ষিত নারী আসনের ৫০টি আসনে মনোনয়ন চ‚ড়ান্ত করা হবে ভোটে জয়ী দলের আসন সংখ্যার অনুপাতে। গত মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনোননয়পত্র বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানা গেছে, সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয়ী হয়েছে। জাতীয় পার্টি ২২ আসন নিয়ে বিরোধী দলে রয়েছে। এতে ১৪ দলীয় জোটের সংসদ সদস্য দাঁড়িয়েছে ২৬৬টি। এ ক্ষেত্রে জোট পাবে ৪৪টি সংরক্ষিত নারী আসন। এর মধ্যে আওয়ামী লীগ ২৫৭ আসনে জয়ী হয়েছে, দলটি পাবে ৪২টি আসন এবং ১৪ দলের শরিকেরা পাবে ২টি আসন এবং জাতীয় পার্টি পাবে ৩টি আসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App