×

বিনোদন

শিল্পকলায় মঞ্চস্থ হলো ‘গ্যালিলিও’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৯, ১২:৩৫ পিএম

শিল্পকলায় মঞ্চস্থ হলো ‘গ্যালিলিও’

‘গ্যালিলিও’ নাটকে আলী যাকের ও আসাদুজ্জামান নূর

গত শতকের আশির দশকে সাড়া জাগানো মঞ্চনাটক ‘গ্যালিলিও’ নির্দেশনা দিয়েছিলেন আতাউর রহমান। নতুন মঞ্চায়নে নির্দেশনা দিয়েছেন এই নাটকেরই সাবেক অভিনেতা পান্থ শাহরিয়ার। এবার দুই দশকের বিরতির পর নাটকটি আবারো মঞ্চে এনেছে নাগরিক। গতকাল রবিবার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে নবরূপে নাটকটির পঞ্চম প্রদর্শনী হলো। বের্টোল্ট ব্রেশট রচিত নাটকটি অনুবাদ করেছেন আবদুস সেলিম। মঞ্চ পরিকল্পনায় ছিলেন অপি করিম। প্রযোজনা অধিকর্তা হিসেবে ছিলেন সারা যাকের। ‘গ্যালিলিও’ নাটকে নাম ভ‚মিকায় অভিনয় করেছেন অভিনেতা আলী যাকের, অন্যদিকে আসাদুজ্জামান নূর অভিনয় করেছেন ‘অধ্যক্ষ’, ‘বারবেরিনি’ ও ‘পোপ’ চরিত্রে। নাটকের কাহিনীকাল ১৬০৯ সাল। ইতালির বিখ্যাত পদার্থ ও অঙ্কশাস্ত্রবিদ গ্যালিলিও গ্যালিলি ঘোষণা করলেন, স‚র্য স্থির ও পৃথিবী ঘ‚র্ণায়মান। আরো বললেন, সৌরজগতে স্ফটিক স্তর বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। এর আগে মানুষ জানত, পৃথিবী স্থির ও সূর্য এর চারপাশে ঘুরে আলোকিত করছে পৃথিবীকে। মানুষের এত দিনের বিশ্বাসে আঘাত হানে গ্যালিলিওর এ মতবাদ। ক্ষেপে ওঠেন চার্চের অধিকর্তা। এরও আগে এমন কথা বলায় পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল একজনকে। যুক্তিকে সঙ্গী করে গ্যালিলিও ছুটে যান মানুষের কাছে। প্লেগের মতো মহামারীও তাকে আটকে রাখতে পারেনি। চার্চের ক্ষমতা আর রাষ্ট্রযন্ত্রের সামনেও মাথানত করেননি। তবে শারীরিক যন্ত্রণার কাছে নতি স্বীকার করে ১৬৩৩ সালের ২২ জুন স্বীকার করেন তার মতবাদ ভুল। সঙ্গে সঙ্গে থেমে যায় ইতালির সব গবেষণা, নতুন চিন্তা আর আবিষ্কারের পথ। গ্যালিলিওকে কলঙ্কের নাম বলে ঘোষণা দেয়া হয়, গ্যালিলিও চলে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App