×

বিনোদন

রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৯, ০২:২৯ পিএম

রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে
অভিনেতা-নাট্যনির্দেশক ও সংগঠক মোহাম্মদ বারী। দেশের অন্যতম নাট্যদল থিয়েটার আর্ট ইউনিটের প্রধান সমন্বয়ক তিনি, পাশাপাশি বাংলাদেশ পথনাটক পরিষদেরও সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি মোহাম্মদ বারীর নির্দেশনায় থিয়েটার আর্ট ইউনিট মঞ্চে এনেছে নতুন নাটক ‘অনুদ্ধারণীয়’। বুদ্ধদেব বসুর ছোটগল্প অবলম্বনে এই নাটকটিতে অভিনয়ও করেছেন তিনি। গত ১১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এটি থিয়েটার আর্ট ইউনিটের ৩২তম প্রযোজনা। নতুন নাটকের প্রসঙ্গ নিয়েই সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন ভোরের কাগজের। সাক্ষাৎকার নিয়েছেন শাহনাজ জাহান
নতুন নাটক ‘অনুদ্ধারণীয়’ প্রসঙ্গেই জানতে চাই? ‘অনুদ্ধারণীয়’ প্রতিষ্ঠানবিরোধী তারুণ্যের রোমান্টিসিজমের গল্প; দুটি চরিত্র কবি ও কবিভক্ত অমিতের চ‚ড়ান্ত আদর্শিক দ্বন্দ্বের মধ্য দিয়ে প্রবাহিত। এই নাটকটির মাধ্যমে নানা ধরনের নিরীক্ষার চেষ্টা করেছি। মঞ্চ পরিকল্পনায় শাহীনুর রহমান চিত্রকলার এক দারুণ নিরীক্ষা করেছেন। সঙ্গীত, আলোক পরিকল্পনার মাঝেও আমরা নিরীক্ষা করার চেষ্টা করেছি। নাটকটিতে মূলত দুটি চরিত্র। তার সঙ্গে ছায়া হয়ে মঞ্চে হাজির হয় আরো কয়েকটি চরিত্র। নাটকের দুটি চরিত্র নিয়ে আরেকটু বিস্তারিত যদি বলেন? কবি নাসিরউল্যাহ মজুমদার ওরফে নাসির মজুমদার। সরকারি একটি কমিশনের চেয়ারম্যান, দেশের বিখ্যাত বুদ্ধিজীবী এবং ভিআইপি। অন্যদিকে অমিত তারণ্যেও প্রতীক, যে তরুণ সব কিছু ভেঙে দিতে চাই। যে স্বপ্ন দেখে এক নতুন পৃথিবী। নাসির মজুমদারও সেই তরুণ বয়সে এমন স্বপ্নে বিভোর ছিলেন। কিন্তু একদিন সরকারি সুবিধা নিয়ে দাসত্বের শৃঙ্খলে আটকা পড়ে যান। অমিত যার কবিতা পড়ে স্বপ্নবাজ হয়ে উঠেছে তাকে দাঁড় করান প্রশ্নের মুখোমুখি। বাস্তবতার দৃষ্টিকোণ থেকে অন্তঃসারহীন ভাবালুতা ও আপসকামিতার অভিযোগে কবি অভিযুক্ত হন, এমনকি খ্যাতির চ‚ড়ায় প্রতিষ্ঠিত কবির বন্ধ্যা সৃজনশীলতার অভিযোগও কবিভক্ত অমিতের। স্খলিত কবির প্রকৃত সৃজনকে ভাবীকালে উত্তীর্ণ করার দায় নিয়ে অমিত একদিন কবিকে ধরে নিয়ে যায় তার গোপন আস্তানায়। সেখানে মুখোমুখি হয় দুজন। নাটকটিতে কারা অভিনয় করছেন? এই নাটকে কবি চরিত্রটিতে আমি অভিনয় করছি। আর অমিত চরিত্রে রয়েছেন মেহমুদ সিদ্দিকী লেনিন। নাটকটির পরবর্তী প্রদর্শনী কবে? উদ্বোধনী প্রদর্শনীর পর গত ১৭ জানুয়ারি মহিলা সমিতির মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হয়েছে। আগামীকাল ২০ জানুয়ারি ভারতের বহরমপুরে ‘হাজার দুয়ারি রঙ্গ নাট্যোৎসব’-এ নাটকটির তৃতীয় প্রদর্শনী হবে। এই উৎসবের আয়োজন করছে বহরমপুরের প্রান্তিক নামের একটি সংগঠন। আমাদের ১৯ সদস্যের একটি দল ভারতে যাচ্ছে। এ বছরে আর কোনো নতুন নাটক নির্দেশনা দেবেন কী? মাত্রই তো নতুন একটি নাটক মঞ্চে এলো। এই নাটকটি এখন নিয়মিত প্রদর্শনী হবে। আর আমাদের দলের কয়েকটি নাটক আছে, যেগুলো নিয়মিত শো হচ্ছে। আর এ বছরে দল থেকে হয়তো আরো একটি নতুন নাটকের কাজ হবে। দলে কয়েকজন মেধাবী নির্দেশক আছেন। দল থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার পর জানাতে পারব। বাংলাদেশের সামগ্রিক নাট্যচর্চাকে কিভাবে মূল্যায়ন করবেন? আমি ভীষণ আশাবাদী একজন মানুষ। আমাদের তরুণরা নিত্যনতুন কাজ নিয়ে হাজির হচ্ছে। আমাদের দেশে থিয়েটার চর্চা তো নিজের খেয়ে বনের মোষ তাড়ানো। এত বছর ধরে আমাদের নাট্যশিল্পীরা এটা করে আসছে। এখন রাষ্ট্রীয় সহযোগিতা ভীষণ জরুরি। আমাদের পাশে দেশ ভারতেও থিয়েটার শিল্পীদের জীবিকার দায়িত্ব রাষ্ট্র নিচ্ছে। আমাদের এখন পেশাদার থিয়েটার চর্চা জরুরি। এ ক্ষেত্রে রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App