×

জাতীয়

ভাইস চেয়াম্যান পদে লড়তে চান যুবলীগ নেতা শেখ ফরিদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৯, ০৪:৩৯ পিএম

ভাইস চেয়াম্যান পদে লড়তে চান যুবলীগ নেতা শেখ ফরিদ

ভাইস চেয়ায়ম্যান প্রার্থী শেখ ফরিদ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ায়ম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন যুবলীগ নেতা শেখ ফরিদ। সোমবার দুপুরে শেখ ফরিদ স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। তিনি আনন্দ মোহন কলেজ থেকে ১৯৯৬-৯৭ সালে বিএ অর্নাস এমএ পাশ করেন । তৎকালীন তিনি আনন্দ মোহন কলেজে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।শেখ ফরিদের বাবা আলহাজ্ব আবদুল কাদির মিয়া উপজেলা আওয়ামীলীগের র্দীঘ দিন জ্যৈষ্ঠ সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন। ১৯৭৫ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত আওয়ামীলীগের দুর্দিনে আবদুল কাদির মধ্য বাজার নিজ জায়গায় অস্থায়ী ভাবে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় স্থাপন করেন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে বিপুল ভোটে এলাকার সাংসদ নির্বাচিত করায় তিনি সম্মানিত ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশসহ বর্তমান সরকারের উন্নয়নের সাফল্যতা কামনা করেন।শেখ ফরিদ পৌরশহরের মধ্যবাজার এলাকার বাসিন্দা। রাজনীতির পাশাপাশি তিনি ব্যবসা করেন। উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির শেখ ফরিদ একজন সক্রিয় সদস্য। শেরপুর-২(নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী মতিয়া চৌধুরীর পক্ষে নির্বাচনে নিরলস ভাবে কাজ করেছেন। এছাড়া তিনি মতিয়া চৌধুরীর উন্নয়ন মূলক কর্মকান্ডে সক্রিয় ভাবে কাজ করেছেন।শেখ ফরিদ সাংবাদিকদের বলেন, উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দের কাছে আমি পরিচিত একজন আওয়ামীলীগের পরিবারের সন্তান। আওয়ামী যুব লীগের সক্রিয় সদস্য হিসেবে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে সকলের কাছে দোয়া এবং সমর্থন কামনা করছি। আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে বিজয় সুনিশ্চিত করা হবে। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা ও এলাকার সাংসদ মতিয়া চৌধুরীর উন্নয়নের ধারাকে আরো বেগবান করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App