×

তথ্যপ্রযুক্তি

বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবসার ভবিষ্যৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৯, ০৫:০৯ পিএম

বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবসার ভবিষ্যৎ
বৈশ্বিক স্মার্টফোন বাজারের প্রভাবশালী দুই কোম্পানি স্যামসাং ও অ্যাপল। উভয় প্রতিষ্ঠান অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের জন্য রাজস্ব পূর্বাভাস কমিয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। গত ডিসেম্বরে সমাপ্ত প্রথম প্রান্তিকের জন্য আইফোন বিক্রিতে ৯০০ কোটি ডলার রাজস্ব হারানোর আশঙ্কা প্রকাশ করেছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। বিক্রি কমার জন্য চীনের পাশাপাশি বিশ্বের গুরুত্বপূর্ণ বাজারগুলোয় আইফোনের চাহিদা কমে যাওয়াকে দায়ী করা হয়েছে। ডিসেম্বরে সমাপ্ত প্রান্তিকের জন্য রাজস্ব পূর্বাভাস কমিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাংও। গত বছরের শেষ প্রান্তিকে প্রত্যাশার চেয়ে কম হ্যান্ডসেট বিক্রি হওয়ায় গত সপ্তাহে এর শেয়ারদর কমেছে। বিশ্লেষকদের তথ্যমতে, একটা সময় ছিল ফিচার ফোনের, এরপর এসেছে স্মার্টফোনের যুগ। স্মার্টফোন ডিভাইসকেন্দ্রিক উদ্ভাবন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ডিভাইসের পোর্টেবিলিটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। ডিভাইস কেনার ক্ষেত্রে গ্রাহকরা দেখছেন কনফিগারেশন কতটুকু শক্তিশালী। তারপর দেখছেন স্ক্রিন সাইজ কিংবা ক্যামেরা ফিচার কতটুকু উন্নত। সব মিলিয়ে বাজেট আগেই নির্ধারণ করা থাকে এবং সে অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্ডসেটও মিলে যাচ্ছে। আগে খুব অল্প সময়ে স্মার্টফোন বদলানোর একটা প্রবণতা ছিল। এখন হ্যান্ডসেটের আয়ুষ্কাল বেড়েছে। ডিভাইস নির্মাতা নতুন হ্যান্ডসেটের মাধ্যমে উদ্ভাবনী ফিচার উন্মোচনে ব্যর্থ হচ্ছে। যে কারণে গ্রাহকরা সহজে হ্যান্ডসেট পরিবর্তন করছেন না। এ কারণে টানা কয়েক প্রান্তিক ধরে স্মার্টফোন বিক্রি কমছে। চলতি বছরেই যুক্তরাষ্ট্রে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজির বাণিজ্যিক ব্যবহার শুরু হতে পারে। এটা হলে বৈশ্বিক স্মার্টফোন বাজারে কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। অর্থাৎ ফাইভজি সমর্থিত স্মার্টফোনের চাহিদা কিছুটা বাড়বে। তবে স্মার্টফোন শিল্পকে অস্তিত্ব সংকট থেকে বেরিয়ে আসতে এ বিক্রি প্রবৃদ্ধি কতটুকু সহায়ক হবে, তা নিশ্চিত নয়। ডিভাইস বাজারের উত্থান-পতনের মধ্যে ফোল্ডেবল স্মার্টফোনকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। ডিভাইস নির্মাতাদের দাবি, স্মার্টফোন বাজারকে আগের অবস্থায় ফেরাতে ফোল্ডেবল স্মার্টফোন বিশেষ ভ‚মিকা রাখবে। ডিভাইস নির্মাতারা ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আটঘাট বেঁধে নেমেছে। এ ধরনের স্মার্টফোন আনতে পেটেন্ট আবেদনও বেড়েছে। বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল, স্যামসাং, হুয়াওয়ে, এলজি, মটোরোলা এবং অন্যরাও ফোল্ডেবল স্মার্টফোন বাজারে যথাসম্ভব দৃঢ় অবস্থান নিশ্চিতে জোর দিচ্ছে। চলতি বছরেই অন্তত পাঁচটি ডিভাইস নির্মাতার ফোল্ডেবল স্মার্টফোনের প্রত্যাশা করা হচ্ছে। মোবাইল শিল্প খাতসংশ্লিষ্ট এনপিডি ইন্টেলিজেন্সের বিশ্লেষক ব্র্যাড অ্যাকিউজ বলেন, সত্যি বলতে আমাদের হাতে এমন কোনো ডিভাইস নেই, যা দেখিয়ে ভোক্তাদের বলতে পারি, এর মাধ্যমে এই নতুন আঙ্গিকের কাজ করা সম্ভব। ডিভাইস বিক্রি কমার সংকট কাটিয়ে উঠতে ফাইভজিকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। বিষয়টি নির্ভর করছে ফাইভজি কীভাবে বিপণন করা হবে, যা অনির্ধারিতই রয়েছে। বিশ্লেষকদের মতে, স্মার্টফোন ডিভাইসের চড়া দামও বিক্রি কমার জন্য দায়ী। একদিকে মোবাইল ডিভাইসকেন্দ্রিক উদ্ভাবনের ঘাটতি, অন্যদিকে চড়া দামের কারণে নতুন স্মার্টফোন কিনছেন না ক্রেতারা।ডটনেট ডেস্ক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App