×

জাতীয়

হলি আর্টিজান মামলার আসামি রিপন ৫ দিনের রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০১৯, ০৫:১২ পিএম

হলি আর্টিজান মামলার আসামি রিপন ৫ দিনের রিমান্ডে
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার মামলায় মামুনুর রশিদ রিপনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া এ আদেশ দেন। আদালতে সবুজবাগ থানায় তদন্তকারী কর্মকর্তা এএসপি কপিল উদ্দিন ১০ দিনের রিমান্ডের আবেদন করলে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। হামলার মামলায় এজাহারভুক্ত আসামি মামুনুর রশিদ রিপন গ্রেপ্তারের পর এই স্বীকারোক্তি দিয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। শনিবার মধ্যরাতে তাকে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় একটি বাস থেকে গ্রেপ্তার করা হয়। হামলার আগে মামুনুর রশিদ রিপন ওরফে রেজাউল করিম ওরফে আবু মুহাজির (৩০) ৩৯ লাখ টাকা জোগাড় করে দিয়েছিলেন। একই সঙ্গে হামলার জন্য ভারত থেকে তিনি অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেন। রবিবার দুপুর ১২টার দিকে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এসব কথা জানান। এ সময় মামুনুর রশিদ রিপনকে হাজির করা হয়। রিপনের স্বীকারোক্তির কথা তুলে ধরে মুফতি মাহমুদ খান জানান, গ্রেপ্তারের সময় রিপনের কাছ থেকে একটি ডায়েরি, চারটি খসড়া মানচিত্র ও নগদ ১ লাখ ৪৭ হাজার ৭৫৫ টাকা পাওয়া গেছে। রিপনের বাড়ি বগুড়ার নন্দীগ্রামের শেখের মারিয়া গ্রামে। বাংলা মাধ্যমে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ার পর তাকে মাদ্রাসায় ভর্তি করা হয়। ঢাকার মিরপুর, বগুড়ার নন্দীগ্রাম ও নওগাঁর বিভিন্ন মাদ্রাসায় পড়াশুনা করেছেন রিপন। ২০০৯ সালে চাঁপাইনবাবগঞ্জের মাদ্রাসাতুল দারুল হাদিস থেকে দাওরায়ে হাদিসে পড়াশোনা শেষে বগুড়ার সাইবার টেক নামে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে অফিস অ্যাপ্লিকেশন কোর্স করে ওই প্রতিষ্ঠানেই চাকরি নেন। সংবাদ সম্মেলনে মুফতি মাহমুদ জানান, সাইবার টেকে চাকরি করার সময় জেএমবির একাংশের আমির ডা. নজরুলের মাধ্যমে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন তিনি। তার সাংগঠনিক নাম দেওয়া হয় রিপন। এর আগে তিনি রশিদ নামে পরিচিত ছিলেন। মামুনুরের প্রাথমিক কাজ ছিল চাঁদা সংগ্রহ করে ডা. নজরুলের কাছে পৌঁছে দেওয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App