×

তথ্যপ্রযুক্তি

সাটা ড্রাইভ আনল টেক রিপাবলিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০১৯, ০৪:১২ পিএম

সাটা ড্রাইভ আনল টেক রিপাবলিক
গতিতে চিতার চেয়ে ক্ষিপ্রো এবং ধারণ ক্ষমতায় এইচডিডির সমান্তরাল হলেও বাজেটবান্ধব সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) দেশের বাজারে নিয়ে এসেছে টেক রিপাবলিক। অ্যাপাসার ব্র্যান্ডের প্যানথার এএস৩৪০ মডেলের এই এসএসডি ড্রাইভটির ধারণ ক্ষমতা যথাক্রমে ১২০ ও ২৪০ জিবি। সাটা-৩ ইন্টারফেস হওয়ায় হার্ডডিস্কের তথ্য স্থানান্তর গতি সেকেন্ডে ৬জিবি। ড্রাইভটির নকশায় তেমন কোনো অভিনবত্ব নেই। অবশ্য গুলবাঘের ছোপ ছোপ নকশায় ড্রাইভটির টপ প্যানেলে আছে সোনালী রঙের চিতাবাঘ মার্কা। পিস্থির মধ্যে জুড়ে দিতে রয়েছে স্ক্রু লাগানো তিনটি গর্ত। অ্যাপাসার প্যান্থার এএস৩৪০ মডেলের ১২০ জিবি ধারণ ক্ষমতার ড্রাইভের রিডিং কর্মক্ষমতা সেকেন্ডে ৫০০ এমবি এবং রাইটিং কর্মক্ষমতা ৩৭৫ এমবি। অন্যদিকে ২৪০ জিবি রিডিং কর্মক্ষমতা সেকেন্ডে ৫০৫ এসমবি ও রইটিং কর্মক্ষমতা ৪১০ এমবি। এএস৩৪০ প্যানথার এসএসডির মূল্য ধারণ ক্ষমতা ভেদে ২ হাজার ৭০০ ও ৪ হাজার টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App