×

জাতীয়

মেঘনায় নিখোঁজ আরো এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০১৯, ০৪:৪৪ পিএম

মেঘনায় নিখোঁজ আরো এক ব্যক্তির মরদেহ উদ্ধার
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় আরো এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ট্রলার ডুবির ঘটনায় যেখানে খোঁজাখুঁজি চলছে সেখান থেকে আধা কিলোমিটার দূরে মেঘনার ষাটনল এলাকা থেকে রোববার (২০ জানুয়ারি) বেলা ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় আরো এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। মরদেহ দু’টি নিখোঁজ ২০ শ্রমিকের মধ্যে কারো কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি ইউনিটের উপ-সহকারী পরিচালক মোস্তফা মহসিন জানান, মেঘনার ষাটনল অংশ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দু’টি মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ২০ শ্রমিকের মধ্যে দু’জনের কিনা তা জানার চেষ্টা চলছে। নিখোঁজ শ্রমিকদের স্বজন ও বেঁচে যাওয়া শ্রমিকদের মরদেহ দু’টি দেখানো হবে। মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহ দেখে মনে হচ্ছে ৩/৪দিন পূর্বের। কিন্তু এটি ট্রলার ডুবির ঘটনার মরদেহ এটি এ মুহুর্তে বলতে পারছি না। তবে নিখোঁজ শ্রমিকদের পরিবারের লোকজন রওয়ানা হয়েছেন, তারা আসলে সনাক্ত করা যাবে মরদেহটি কার। এর পরে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো। গত ১৫ জানুয়ারি ভোর ৪টায় মেঘনায় একটি জাহাজের ধাক্কায় জাকির দেওয়ান নামে মাটি বোঝাই একটি ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৩৪ জন শ্রমিকের মধ্যে ১৪ জন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন ২০ শ্রমিক। ট্রলার ডুবির দিন কোনো উদ্ধার কাজ চালানো হয়নি। পরদিন বুধবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু হলেও এখনও পর্যন্ত নিহত শ্রমিকদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App