×

জাতীয়

মামলা জট নিরসন করতে চাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০১৯, ১১:৩৮ এএম

মামলা জট নিরসন করতে চাই

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি)।

টানা দ্বিতীয় মেয়াদে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এডভোকেট আনিসুল হক জানিয়েছেন, চলতি মেয়াদের মধ্যে মামলা জট নিরসন করাই তার মূল লক্ষ্য। এ ছাড়া একটি ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি তৈরি এবং ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিসেসকে আরো শক্তিশালী করতে চান তিনি। ভোরের কাগজকে দেয়া সাক্ষাৎকারে এসব লক্ষ্যের কথা জানান আনিসুল হক। দেশে এখন ৩৪ লাখ মামলার জট রয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, এর মধ্যে সত্যি মামলার সংখ্যা কত- সেটি আগে নির্ণয় করব। এরপর ত্বরিত পদক্ষেপ নিয়ে এ মামলার জট কমিয়ে ফেলা হবে এবং আগামী ছয় মাসের মধ্যে আমি এটি করব। দেশে একটি ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি তৈরি আইনমন্ত্রীর দ্বিতীয় লক্ষ্য, যেখানে বিচারকরা প্রশিক্ষণ নিতে পারবেন। উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে এটি করা হবে বলে জানান মন্ত্রী। এ ছাড়া জনগণ যাতে বিনা খরচে বিচার পায় তার ব্যবস্থা করতে ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিসেসকে আরো শক্তিশালী করার কথাও বলেন তিনি। বঙ্গবন্ধু হত্যার আসামিসহ বিদেশে পলাতক দণ্ডিত আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে চেষ্টা চালিয়ে যাবেন উল্লেখ করে মন্ত্রী বলেন, এ ব্যাপারে অনেক কথাই বলতে পারি না। কারণ হচ্ছে, কী পদক্ষেপ নিচ্ছি তা যদি বলে ফেলি তাহলে পলাতকরা প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ফেলবে। কিন্তু দেশবাসীকে এটুকু আশ্বস্ত করছি- এই সরকার তাদের ফিরিয়ে আনার জন্য যা যা চেষ্টা করা দরকার তার সবটুকু করবে। গত মেয়াদে কোনো কাজ না করতে পারা বা কোনো কাজে সফল না হওয়া নিয়ে আক্ষেপ আছে কি- এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কোনো আক্ষেপ নেই। তবে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা যদি দুরভিসন্ধি ও ষড়যন্ত্র না করতেন; দুর্নীতি না করতেন তাহলে অনেকটা স্বস্তির সঙ্গে আমি কাজ করতে পারতাম। ওই সময়টা একটু চ্যালেঞ্জিং ছিল বলেও তিনি জানান। জামায়াতের বিচার প্রসঙ্গে জানতে চাইলে আনিসুল হক বলেন, এ আইনের যেটুকু সংশোধনের প্রয়োজন রয়েছে সেটি নিশ্চয় সংশোধন করব। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে শুধু বাংলাদেশের আদালতে রায় হচ্ছে তা নয়। বিদেশি আদালতেও তাদের সন্ত্রাসী দল হিসেবে বলা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতের অপরাধ বিচারের জন্য আইনের যে সংশোধনী প্রয়োজন সেটুকু করা হবে। এ ক্ষেত্রে সময় নির্দিষ্ট করে বলা একটু অসুবিধা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App