×

জাতীয়

মাদারীপুরে টোলঘর দখল করে বিদ্যালয় নির্মানের অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০১৯, ০৩:৪৫ পিএম

মাদারীপুরে টোলঘর দখল করে বিদ্যালয় নির্মানের অভিযোগ
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার প্রান কেন্দ্রের পুরানবাজারের সরকারি মাছের টোলঘর দখল করে বিদ্যালয় নির্মানের অভিযোগ পাওয়া গেছে এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এ দখলের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৩জনকে আটক করে নির্মান কাজ বন্ধ করে দিলেও এক অদৃশ্য ক্ষমতার প্রভাবে চক্রটি নির্মান কাজ চারিয়ে যাচ্ছে। এদিকে দখলের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। জানাযায়, কালকিনি পৌর এলাকার ৪নং ওয়ার্ডের প্রভাবশালী জামাল সরদারের নেতৃতে কয়েকজন মিলে ওই বাজারের মাছের টোলঘরটি দখল করে কালকিনি পালরদী পাবলিক ইন্সটিটিউশন নামে একটি (বেসরকারি) ব্যক্তিগত বিদ্যালয়ের নির্মান কাজ শুরু করেন। পরে এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম অভিযান চালিয়ে নির্মান কাজে বাঁধা প্রদান করেন এবং তিনজন শ্রমিককে তাৎক্ষনিকভাকে আটক করেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাঁধাকে উপেক্ষা করে চক্রটি বিদ্যালয়ের নির্মান কাজ পূনরায় চালিয়ে গেলেও অজ্ঞাত কারনে কেউ কোন কথা বলছেনা। পুরোনো ঐতিহ্যবাহী এ টোলঘর নির্মানের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ওই বাজারের স্থানীয় ব্যববসায়ীরা। এ দখলের ঘটনায় উপজেলা সদরের সর্বস্তরে সমালোচনার ঝড় বইছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, আমাদের ব্যবসায়ীদের টোলঘর দখল করে ব্যবসার উদ্দেশ্যে অসাধু চক্র বিদ্যালয় নির্মান করায় আমাদের ব্যবসা বানিজ্য বন্ধ হয়ে গেছে। আমরা চাই দখদারদের কাছ থেকে টোলঘরটি উদ্ধার করা হোক। অভিযুক্ত জামাল সরদার বলেন, আমি একা নই এলাকার সবাই মিলে স্কুল তৈরী করছি। পুরানবাজার কমিটির সাধারন সম্পাদক আব্দুস ছালাম সরদার বলেন, আমরা নির্মান কাজে বাধা প্রদান করেছি। কিন্তু তারা কোন কর্নপাত করেনি।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে নির্মান কাজ না করার জন্য বাঁধা প্রদান করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App