×

তথ্যপ্রযুক্তি

তারা সবাই সুপার হিরো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০১৯, ০৩:৫১ পিএম

তারা সবাই সুপার হিরো
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা মনিকা সৈকত এলাকা থেকে পরিচালিত ছোট একটি সফটওয়্যার পরীক্ষণ ও ত্রæটি সারাইয়ের প্রযুক্তি কোম্পানি অকশন। এর আগে প্রতিষ্ঠানটি মাইন্ডসপার্ক নামেও পরিচিত ছিল। বাইরের কিংবা অভ্যন্তরীণ পরিবেশ দেখে লস অ্যাঞ্জেলেসভিত্তিক আর দশটা নাম করা প্রযুক্তি কোম্পানির মতোই মনে হবে। তবে অবাক করা বিষয় হলো, অকশনের সব কর্মীই প্রতিবন্ধী। টেক কোম্পানি অকশনের প্রতিষ্ঠাতা গ্রে বেনোইস্ট। তিনি দুই প্রতিবন্ধী সন্তানের পিতা। সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করেই কর্মক্ষেত্রে প্রতিবন্ধীদের সুযোগ দেয়ার বেশকিছু অপশন বের করেছিলেন তিনি। বিবিসি অকশনের প্রধান কার্যালয় পরিদর্শনে গেলে গ্রে বেনোইস্ট জানান, তার দুই সন্তানই ছোট থেকে বিশেষভাবে সক্ষম ও যথেষ্ট বুদ্ধিমান ছিল। কাজেই সক্ষমতা প্রকাশের সুযোগ পাওয়া তাদের অধিকার। আমি অনেক ভেবে ঠিক করি, তাদের সক্ষমতা প্রকাশের সুযোগ দেয়ার জন্য আমার উদ্যোগী হওয়া ছাড়া কোনো উপায় নেই। ২০১৩ সালে আমি মাইন্ডসপার্ক প্রতিষ্ঠা করি। এটি মূলত বিভিন্ন সফটওয়্যারের কার্যকারিতা পরীক্ষা এবং ত্রæটি থাকলে তা সারাইয়ে কাজ করে। অবশ্য পরবর্তী সময়ে কোম্পানির নাম পরিবর্তন করে অকশন করা হয়। এখন অকশনের কর্মিবাহিনীতে রয়েছেন ১৫০ জন। এদের প্রত্যেকেই প্রতিবন্ধী। গ্রে বেনোইস্ট বলেন, তার বড় ছেলে প্রতিষ্ঠানটির অর্থ বিভাগে কাজ করছেন। তিনি বলেন, আমাদের মিশন হলো বঞ্চিতদের জন্য কিছু করা। বিভিন্ন কারণে বঞ্চিতরা যাতে তাদের সম্ভাবনা ও সক্ষমতা প্রকাশের সর্বোচ্চ সুযোগ পান, সে ব্যবস্থা করা। সমাজে বহু মানুষ আছে, যারা নানা কারণে বঞ্চিত। প্রতিবন্ধীরাও সে রকম এক ধরনের মানুষ। যুক্তরাজ্যের ন্যাশনাল অটিস্টিক সোসাইটির তথ্যমতে, বিশ্বে প্রতি ১০০ জন মানুষের মধ্যে একজন অটিজমে আক্রান্ত। এর মধ্যে এক-চতুর্থাংশেরও ফুল টাইম কাজের সুযোগ মেলে না। গ্রে বেনোইস্ট বলেন, অটিজমে আক্রান্তরা খুবই সংবেদনশীল হয়ে থাকেন। বিষয়টিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। অটিজম আক্রান্তদের নিয়েই আমি গ্রাহকদের সর্বোচ্চমানের সেবা সরবরাহ দিয়ে যাচ্ছি। অকশনের কাজের পরিবেশ বিষয়ে তিনি জানান, যে যেভাবে, যেমন পরিবেশে কাজ করতে চান, তার সব সুবিধা অকশনের কার্যালয়ে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App