×

জাতীয়

মাদারীপুরে চালককে খুন করে মটর সইকেল ছিনতাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০১৯, ০৪:৪৩ পিএম

মাদারীপুরে চালককে খুন করে মটর সইকেল ছিনতাই
মাদারীপুরের রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের আবুল মোল্লা নামক ভাড়ায় চালিত মোটরসাইকেলের এক চালককে হত্যা করে মোটর সাইকের ছিনতাই করেছে দূর্বত্তরা। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার মেহেরপুর নামক স্থানে যাত্রীবেশী মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা চালক আবুলকে কুপিয়ে জখম করে মোটরসাইকেল নিয়ে যায়। পরে আবুল মোল্যাকে(৪০) মুমূর্ষু অবস্থায় প্রথমে মোল্যারহাট হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য খুলনা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ছিনতাইকারীরা মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেল চালক আবুলকে ভাড়ায় নিয়ে যায়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় যাত্রীবেশে দুই ছিনতাইকারী বাগেরহাট যাবে বলে মাদারীপুরের রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের জনু মোল­ার ছেলে মোটরসাইকেল চালক আবুল মোল্লাকে (৪০) টেকেরহাট বন্দর বাসস্ট্যান্ড গোলচত্তর থেকে ভাড়া করে নিয়ে যায়। পথিমধ্যে মোল­ারহাট উপজেলার মেহেরপুর নামক স্থানে পৌঁছালে যাত্রীবেশী ছিনতাইকারীরা মোটরসাইকেল চালক আবুল মোল­াাকে উপর্যপুরি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে চলে যায়।পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মোল­ারহাট উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। নিহতের পরিবার ওইদিন রাত ১০টায় এ খবর পেয়ে মোল­ারহাট হাসপাতালে গেলে আবুলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পরামর্শ দেয়। খুলনা নেওয়ার পথে আবুল মারা যান। স্বজনরা শুক্রবার রাতেই আবুলের লাশ ময়না তদন্ত ছাড়াই গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামে নিয়ে আসে। এ ব্যাপারে মোল্লারহাট উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ রাজিব জানান, ‘শুক্রবার রাত ১১টার দিকে আবুল মোল্লা (৪০) নামে এক মুমূর্ষু রোগীকে পুলিশ ও স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসে। তার শরীরে তিনটি কোপের চিহ্ন ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছিল।’ মোল্লারহাট থানার ওসি কাজী গোলাম কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে চালক আবুল মোল্লার খুনের পর কেকে স্থানীয় ভাড়ায় চালিত চালকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এব্যাপারে রাজৈর থানার এস,আই জহিরুল ইসলাম, জানান আমরা খবর পেয়ে নিহতের বাড়িতে এসে তার লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App