×

পুরনো খবর

পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের মেনুফ্যাকচারিং ওয়ার্কশপে আগ্নিকাণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০১৯, ০৫:০৬ পিএম

পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের মেনুফ্যাকচারিং ওয়ার্কশপে আগ্নিকাণ্ড

প্রতীকী ছবি

কলাপাড়ার ধানখালীতে নির্মানাধীন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের অভ্যন্তরে মেনুফ্যাকচারিং ওয়ার্কশপে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে আগুনের সুত্রপাত ঘটে। কলাপাড়া ফায়ারসার্ভিস টিম এবং স্থানীয় শ্রমিকরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে একটি ওয়ার্কশপ পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বিসিপিসিএল এর সহকারী প্রকৌশলী শাহমনি জিকো জানান, শ্রমিকরা প্রতিদিনের মতো কাজ করছিল। ১১টার দিকে আগুনের লেলিহান শিখা দেখতে পান। তাৎক্ষনিক শ্রমিকদের নিয়ে পানি ও বালু ফেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। প্রায় আধাঘন্টা পরে ফায়ার সার্ভিসের দল সেখানে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গোটা প্লান্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মকান্ড বন্ধ হয়ে যায়। বেলা একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে বলে ধারনা করছেন প্রকৌশলী শাহমনি জিকো। মেনুফ্যাকচারিং ওয়ার্কশপটি পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে মুল প্লান্টের কর্মকান্ডে এর কোন প্রভাব পড়ছেনা। শুধু ওয়ার্কশপটি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App