×

বিনোদন

তারকাদের ইউটিউব চ্যানেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০১৯, ০৫:৪২ পিএম

তারকাদের ইউটিউব চ্যানেল
বিশ্বজুড়ে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ইউটিউব। বিনোদনে অপ্রতিদ্ব›দ্বী তার প্রভাব। সেই প্রভাব থেকে মুক্ত নয় বাংলাদেশও। দেশের প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি এখন তারকারাও নিজেদের ইউটিউব চ্যানেল খুলছেন। এতদিন এই তারকাদের মধ্যে সঙ্গীতশিল্পীরাই ছিলেন সিংহভাগ। আজকাল টিভি ও চিত্রতারকারা কণ্ঠশিল্পীদের পথে হাঁটছেন। ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীন তার ইউটিউব চ্যানেল খুলে আলোচিত। ‘মেহজাবীন চৌধুরী’ নামের এই চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইবার ১ লাখ ৩২ হাজারের ওপরে। চ্যানেলটিকে ইউটিউব ভেরিফায়েড করেছে। ‘র‌্যাপিড ফায়ার উইথ মেহজাবীন’ শিরোনামের একটা অনুষ্ঠানও আছে সেই চ্যানেলে। অনুষ্ঠানটির উপস্থাপক মেহজাবীনই। তার ১০টি কঠিন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তারকারা। জোভান, আফরান নিশো ও মাহফুজ আহমেদ প্রমুখকে অতিথির চেয়ারে বসে মেহজাবীনের মুখোমুখি হতে দেখা গেছে। শুধু এককভাবে নয়, যৌথভাবেও ইউটিউব চ্যানেল খুলেছেন তারকারা। অভিনেত্রী মুমতাহিনা টয়া ও সাফা কবির মিলে চালু করেছেন ‘হলো স্টারস’ নামের একটি চ্যানেল। এটাতে প্রায় ৯০ হাজার সাবস্ক্রাইবার রয়েছেন। তারা এখানে নিয়মিত ভ্রমণ, আড্ডার মজার মজার ভিডিও আপলোড করেন। ইউটিউবে নিজের পরিচালনায় ও অভিনয়ে বেশ কিছু নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আপলোড করেছেন অভিনেতা নিলয় আলমগীর। ‘নিলয় আলমগীর ফিল্মস’ নামের চ্যানেলটির এখন সাবস্ক্রাইবার ২ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে। আপলোড করেছেন নিজের অভিনীত নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আরো আগেই ইউটিউব চ্যানেল খুলেছেন এস আই টুটুল ও তানিয়া দম্পতি। তাদের চ্যানেলের নাম হাই ফাইভ এন্টারটেইনমেন্ট। নতুন-পুরনো শিল্পীদের নানান ধরনের অনুষ্ঠান নিয়ে সাজানো হচ্ছে এই ইউটিউব চ্যানেল। গত বছর ২৮ মার্চ ছিল চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের জন্মদিন। এ দিনই তিনি উদ্বোধন করেন নিজস্ব ইউটিউব চ্যানেল ‘শাকিব খান অফিসিয়াল’। বর্তমানে শাকিব খান অফিসিয়াল চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় ৬০ হাজার। এখানে আটটি প্রচারণামূলক ভিডিও আছে। কিন্তু চ্যানেলটির অগ্রগতি বেশ ধীরগতির। উল্লিখিত তারকাদের মতো আরো বেশ কয়েকজন জনপ্রিয় ইউটিউব চ্যানেল খোলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App