×

জাতীয়

শেরপুরে সংরক্ষিত নারী আসনের মনোনয়পত্র কিনলেন ৯জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০১৯, ০৫:০৬ পিএম

শেরপুরে সংরক্ষিত নারী আসনের মনোনয়পত্র কিনলেন ৯জন
শেরপুরে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছেন ৯জন নারীনেত্রী। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওই নারীনেত্রীগণ রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে ওইসব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবারই শেরপুর থেকে নারী আসনে সর্বোচ্চ সংখ্যক মনোনয়ন সংগ্রহ করা হয়। মনোনয়ন সংগ্রহকারীরা হচ্ছেন, দশম জাতীয় সংসদের নারী আসনের এমপি এড. ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সামছুন নাহার কামাল, সাধারন সম্পাদক নাসরিন রহমান, জেলা যুব মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক এড. ফারহানা পারভীন মুন্নি, ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান আদিবাসী নেত্রী শিক্ষক রবেতা ম্রং, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, নালিতাবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা, নকলা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম রেনু ও মহিলা আওয়ামী লীগ কর্মী বিজলী আক্তার। এছাড়া কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী সাংস্কৃতিক অঙ্গনের আলোকিত মুখ নালিতাবাড়ীর প্রয়াত সার্জেন্ট আহাদের স্ত্রী রোকেয়া প্রাচীও দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App