×

বিনোদন

‘শনিবার বিকেল’ মুক্তিতে বাধা, যা বললেন সংশ্লিষ্টরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০১৯, ০২:৪০ পিএম

‘শনিবার বিকেল’ মুক্তিতে বাধা, যা বললেন সংশ্লিষ্টরা
মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছেন ‘শনিবার বিকেল’ সিনেমাটি। সম্প্রতি ছবিটি জমা পড়েছিল সেন্সর বোর্ডে। সেখানে প্রদর্শিত হওয়ার পর ৯ জানুয়ারি সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পাচ্ছে বলে জানা যায়। কিন্তু অবশেষে গত ১৬ জানুয়ারি জানা গেল, ছবিটি এখনই ছাড়পত্র পাচ্ছে না। স্থগিত করা হয়েছে সেন্সর বোর্ডের পুরনো সিদ্ধান্ত। অভিযোগ উঠেছে ছবিটি নির্মিত হয়েছে ২০১৬ সালে ঢাকার হলি আর্টিজানে ঘটা নির্মম সন্ত্রাসী হামলার ছায়া ধরে। সেন্সর বোর্ডের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মোস্তফা সরয়ার ফারুকী প্রশ্ন রেখেছেন, দুদিন আগে সেন্সর বোর্ডে প্রশংসিত হওয়া ছবি দুদিন পর নিষিদ্ধ হয় কীভাবে? ফারুকী আরো বলেন, আমি এখনো পর্যন্ত সেন্সর বোর্ডের কোনো সিদ্ধান্ত জানি না। আগে চিঠি আসুক। দেখি তাতে কি লেখা থাকে। তারা প্রথমবার ছবিটি দেখে আমাকে ফোন করে প্রশংসা করেছিল। তবে আমরা নিয়মমাফিক আগাবো। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ফারুকীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রশংসা করা হয়নি। সে (ফারুকী) ভালো সিনেমা বানিয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভালো সিনেমা মানে এর নির্মাণ ভালো সেটা বলা হয়েছিল। নওশাদ বলেন, সেন্সর বোর্ড সচিব প্রথমবার ছবিটি দেখে একটা নোট দিয়েছিলেন। তথ্য মন্ত্রণালয়ের সচিব না দেখা পর্যন্ত ছবিটি পাস না করাতে বলেছিলেন তিনি। পরে গত মঙ্গলবারে তথ্য সচিব আবদুল মালেক ছবিটি দেখেন। সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবও তার সঙ্গে ছিলেন। তখন ছবিটি আটকানোর পক্ষে সবাই মত প্রদান করেন। কারণ বোর্ড মনে করছে, ভুলে যাওয়া একটি বিয়োগান্তক ঘটনা নতুন করে মনে করিয়ে দেয়াটা ঠিক হবে না। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App