×

বিনোদন

মধুমিতায় ‘সিনেমা সপ্তাহ’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০১৯, ০৩:৪২ পিএম

মধুমিতায় ‘সিনেমা সপ্তাহ’
ঢাকার ঐতিহ্যবাহী সিনেমাহল মধুমিতায় শুরু হচ্ছে সাতদিনব্যাপী সিনেমা সপ্তাহ। এই সিনেমা সপ্তাহের আয়োজন করছে ইফতেখার-উদ্দিন নওশাদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘মধুমিতা মুভিজ’। তিনি জানালেন, ১৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজনের সিনেমা প্রদর্শনী। প্রতিদিন প্রদর্শিত হবে পুরনো দিনের একটি করে সিনেমা। তার মধ্যে আজ শুক্রবার দেখানো হবে ‘নিশান’। ১৯৮৪ সালে ছবিটি মুক্তি পায় মধুমিতা মুভিজের ব্যানারে। এই ছবির নির্মাতা প্রয়াত ইবনে মিজান। এতে অভিনয় করেছেন ওয়াসিম, ববিতা, সুচরিতা, মিজু আহমেদ প্রমুখ। ১৯ জানুয়ারি দেখানো হবে ‘সুজন সখী’ সিনেমাটি। পরিচালনা করেছেন খান আতাউর রহমান। নায়ক ফারুক ও নায়িকা কবরী জুটির অন্যতম সফল একটি চলচ্চিত্র ‘সুজন সখী’। ২০ জানুয়ারি প্রদর্শিত হবে সালমান শাহ ও শাবনূর জুটির সিনেমা ‘চাওয়া থেকে পাওয়া’। ২১ জানুয়ারি দেখানো হবে ‘দূরদেশ’ ছবিটি। ১৯৮৩ সালে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও কানাডার সম্মিলিত উদ্যোগে আলোচিত দূরদেশ ছবিটি মুক্তি পায়। বলিউডের শশী কাপুর, শর্মিলা ঠাকুর, রাজ বব্বর এবং পারভিন ববি এই চার শিল্পীর সঙ্গে বাংলাদেশের ববিতা ও পাকিস্তানের নাদিম ছিলেন বাড়তি আকর্ষণ। ২২ জানুয়ারি প্রদর্শিত হবে ‘মিস লংকা’ চলচ্চিত্র। বাংলাদেশ-পাকিস্তানের যৌথ প্রযোজনায় ‘মিস লংকা’ মুক্তি পায় ১৯৮৫ সালে। এ সিনেমায় নাম ভ‚মিকায় অভিনয় করেন ববিতা ২৩ জানুয়ারি প্রদর্শিত হবে মধুমিতা মুভিজের আরো একটি ছবি ‘এক মুঠো ভাত’। এটি নির্মাণ করেছেন ইবনে মিজান। এতে অভিনয় করেছেন জাফর ইকবাল ও ববিতা। সর্বশেষ ২৪ জানুয়ারি শুক্রবার দেখানো হবে ‘নাচের পুতুল’ সিনেমাটি। রাজ্জাক-শবনম জুটির এই চলচ্চিত্রটির নির্মাতা অশোক ঘোষ। ১৯৭১ সালে এটি মুক্তি দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App