×

জাতীয়

নির্বাচনের মাস মার্চ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০১৯, ০২:০৩ পিএম

নির্বাচনের মাস মার্চ!
নির্বাচনের মাস মার্চ। ইতোমধ্যেই তোড়জোড় শুরু উপজেলা নির্বাচন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের। এ ছাড়া মার্চেই অনুষ্ঠিত হবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন। নির্বাচনে নিজেদের দক্ষতা দেখাতে ব্যস্ত ক্ষমতাসীন আওয়ামী লীগ। এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টিও। অবশ্য জাতীয় নির্বাচনে ভরাডুবির পর বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার কথা বলছে অন্যতম প্রধান দল বিএনপি। যদিও শেষ মুহূর্তে তাদের মত পাল্টাবে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল। এই প্রেক্ষাপটে সারা দেশে নির্বাচনের ডামাডোল মোকাবেলার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি)। অন্যদিকে ২৮ বছর পর ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সিনেট ভবনে ক্রিয়াশীল সব ছাত্রসংগঠনের সঙ্গে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মূলত, দেশে জাতীয় নির্বাচনের পরই পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের আওয়াজ তোলে ইসি। এসএসসি, এইচএসসি পরীক্ষা ও রমজান মাসের বিষয়টি বিবেচনায় নিয়ে মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে ভোট শুরু করা হবে। এ লক্ষ্যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এ ব্যাপারে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, বিভাগওয়ারি ধাপে ধাপে সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সারা দেশের সদর উপজেলাগুলোতে ইভিএমে ভোট নেয়া হবে। ৪৯২টি উপজেলা নির্বাচনে এককভাবে অংশ নেয়ার প্রস্তুতি রয়েছে ক্ষমতসীনদের। নির্বাচনের মাঠ অন্যবারের তুলনায় এবার অনেক বেশি গোছানো বলে মনে করছেন তারা। আর নির্বাচনে অংশ নেয়ার জন্য মাঠে রয়েছেন সম্ভাব্য প্রার্থীরাও। দলীয় প্রধানের সুদৃষ্টির জন্য ইতোমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছেন তারা। এ ব্যাপারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সদস্য ড. আব্দুর রাজ্জাক ভোরের কাগজকে বলেন, প্রতিটি উপজেলায় আমাদের সম্ভাব্য প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছেন। প্রথমে উপজেলা ও জেলা কমিটি কেন্দ্রে মনোনয়নের জন্য সুপারিশ পাঠাবেন। দুই সুপারিশ বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় বোর্ড প্রার্থী মনোনয়ন দেবে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক হয়ে একাদশ জাতীয় সংসদে অংশ নিলেও উপজেলা নির্বাচনে এককভাবে ভোট করবে জাতীয় পার্টি। দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, আমরা আর মহাজোটে নেই। আমরা এখন বিরোধী দলে। তাই সরকারি দলের সঙ্গে জোট নয়। এককভাবে উপজেলা নির্বাচনে অংশ নেবে জাপা। এদিকে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের (ইসি) অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি এমন কথাই বলছেন দলটির নেতারা। ফলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে কোনো প্রার্থী মনোনয়ন দেয়া হবে না। জানা গেছে, কেউ প্রার্থী হতে চাইলে তাকে দল থেকে পদত্যাগ করতে হবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নির্বাচনে অংশ নেয়ার পক্ষ বলছে, গণতান্ত্রিক দল হিসেবে বিএনপিকে নির্বাচনে যাওয়া উচিত। তা হলে নির্বাচনের প্রকৃত চিত্র দেশবাসী ও বহির্বিশ্ব জানবে। নির্বাচনে গেলে সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির যে অভিযোগ, তা আরো মজবুত হবে বলেও মনে করেন তারা। অন্যদিকে আগামী মার্চে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) উপনির্বাচনের ভোট নেয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেন, উপজেলা পরিষদের মাঝেই ডিএনসিসির উপনির্বাচন করা হবে। তবে এ বিষয়ে কমিশনে বসে সিদ্ধান্ত নিতে হবে। এদিকে আইনি বাধা কেটে যাওয়ায় আগামী মার্চেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে ১৯৯৮তে সংশোধিত ডাকসু গঠনতন্ত্র যুগোপযোগী করতে এফ এইচ হলের প্রাধ্যক্ষ এবং ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক মিজানুর রহমানকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান ভোরের কাগজকে বলেন, কমিটি সার্বিক বিষয় পর্যালোচনা করবে। যদি কোথাও কোনো পরিমার্জন বা সংশোধনী প্রয়োজন হয়, সেটি তারা করলে ওই মোতাবেক আমরা ২০১৯-এ নির্বাচনের যে লক্ষ্য আছে আমাদের সেই লক্ষ্যে নির্বাচনটা করতে পারব। কারা ভোটার এবং কারা প্রার্থী হতে পারবে, সে বিষয়গুলো মূলত চ‚ড়ান্ত হবে যে কমিটি করা হয়েছে তার প্রতিবেদন পাওয়ার পর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App