×

জাতীয়

ঝিনাইগাতীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিতা লাঞ্চিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০১৯, ০৪:১৭ পিএম

ঝিনাইগাতীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিতা লাঞ্চিত
শেরপুরের ঝিনাইগাতীতে কলেজ পড়ুয়া মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটের হাতে ছাত্রীর পিতা লাঞ্চিত হয়েছে। ১৮জানুয়ারী শুক্রবার সকালে ঘটনাটি ঘটে । এ ব্যাপারে কলেজ ছাত্রীর পিতা আতাউল করিম স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, উপজেলা সদরের অদূরে নয়াগাওঁ গ্রামের বাসিন্দা আতাউল করিম তার মেয়ে স্থানীয় আলহাজ্ব শফি উদ্দিন আহম্মদ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীকে নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহে যাওয়ার জন্য উপজেলা সদর বাস কাউন্টারে আসেন। এখানে মোশারফ (২২) নামে এক বখাটে ওই কলেজ ছাত্রীকে উত্যক্ত করে। এ সময় আতাউল করিম ঘটনার প্রতিবাদ করলে মোশারফ ক্ষিপ্ত হয়ে তার উপর চড়াও হয়। পরে আতাউল করিম ময়মনসিংহের যাত্রা স্থগিত করেন। মোশারফ উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। মোশারফ রাজমিস্ত্রীর সহকারী (জুগালী) হিসেবে কাজ করে বলে জানা গেছে। অভিযোগে প্রকাশ, ওই কলেজ ছাত্রী উপজেলা সদরের প্রত্যাশা প্রাইভেট সেন্টারে যাওয়া-আসার পথে মাঝেমধ্যেই মোশারফ তাকে উত্যক্ত করে আসছিল। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি। এ দিকে ওই বখাটের হুমকিতে কলেজ ছাত্রী ও তার পরিবারের লোকজন আতঙ্কে রয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (সহকারী কমিশনার ভূমি) রাশেদুল হাসানের সাথে কথা হলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাহী অফিসার ছুটিতে রয়েছেন। ছুটি শেষে আগামী সপ্তাহে কর্মস্থলে এলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App