×

জাতীয়

৩ দিনে আ.লীগের ১৩৮৩টি মনোনয়নপত্র বিক্রি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৯, ১০:৪২ পিএম

৩ দিনে আ.লীগের ১৩৮৩টি মনোনয়নপত্র বিক্রি

তৃতীয় দিন বিক্রি হয় ৩২৬টি ফরম- ছবি: সংগৃহীত।

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য তিন দিনে এক হাজার ৩৮৩টি ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। আজ তৃতীয় দিন বিক্রি হয় ৩২৬টি ফরম, এর আগের দুই দিনে বিক্রি হয় এক হাজার ৫৭টি।

আগামীকাল শুক্রবার ফরম বিক্রি ও জমার কার্যক্রম শেষ হবে। আজ সন্ধ্যা পর্যন্ত সাত শতাধিক ফরম জমা পড়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ফরম বিক্রি শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে। শুক্রবার দিনও সকাল ১০টা থেকে ফরম বিক্রি শুরু হবে বলে জানান আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গত মঙ্গলবার থেকে ফরম বিক্রি শুরু হয়।

জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে ৫০টি নারীদের জন্য সংরক্ষিত। এবার ২৯৯ আসনে সরাসরি ভোট হলেও সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে।

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি চারটি, বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট একটি, ওয়ার্কার্স পার্টি একটি আসন পাবে। স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে একটি সংরক্ষিত আসন পেতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App