×

বিনোদন

সুবীর নন্দীর হঠাৎ ঘোমটা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৯, ১২:১৩ পিএম

সুবীর নন্দীর হঠাৎ ঘোমটা
বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে গিয়েছেন সঙ্গীতশিল্পী সুবীর নন্দী। যাওয়ার আগে কি-বোর্ডিস্ট রূপতনুর সুর-সঙ্গীতে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। গানটির শিরোনাম ‘হঠাৎ ঘোমটা’। গানটি লিখেছেন জামাল রেজা। গানটির রেকর্ডিং হওয়ার পর সুবীর নন্দী বলেছিলেন, আমি একটি অসাধারণ কম্পোজিশনের গান গাইলাম। রূপতনু যে এত চমৎকার সুর-সঙ্গীত করতে পারে তা আমার জানা ছিল না। সত্যিই একটি চমৎকার গান হয়েছে। গানটি নিয়ে আমি খুব আশাবাদী। রূপতনু বলেন, যেহেতু আমার জীবনের প্রথম সুর-সঙ্গীতের গান হঠাৎ ঘোমটা, তাই আমি মনে মনে চেয়েছিলাম এমনই একজন শিল্পীকে দিয়ে গানটি গাওয়াতে যিনি হবেন এ দেশের একজন কিংবদন্তি শিল্পী। সুবীর নন্দী দাদা নিঃসন্দেহে এ দেশের একজন কিংবদন্তি কণ্ঠশিল্পী। তাই আমার স্বপ্ন ছিল তাকে দিয়েই গানটি গাওয়ানোর। রূপতনুর নিজস্ব প্রযোজনায় তার ইউটিউব চ্যানেলে ‘রূপতনু রূপু’তে গানটির লিরিক্যাল ভিডিও এরই মধ্যে প্রকাশ হয়েছে। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সুবীর নন্দী ঢাকায় এলে গানটির মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App