×

জাতীয়

সংসদে ১৪ দলের শরিকরা বিরোধী দলের আসনে বসবেন: কাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৯, ০৩:৫৩ পিএম

সংসদে ১৪ দলের শরিকরা বিরোধী দলের আসনে বসবেন: কাদের

ফাইল ছবি

সংসদে ১৪ দলের শরিকরা বিরোধী দলের আসনে বসবেন: কাদের

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনে যান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

১৪ দলের শরিকরা সংসদে বিরোধী দলের আসনে বসবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারের গঠনমূলক সমালোচনা করে শক্তিশালী বিরোধীদলের ভূমিকা পালন করবেন তারা। আজ বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, মহাজোট হচ্ছে রাজনৈতিক কৌশলগত জোট আর ১৪ দলের সঙ্গে আমাদের আদর্শিক জোট। ১৪ দলের শরিকদের সঙ্গে আমাদের কোনোরকম টানাপড়েন নেই। শরিকদের সঙ্গে যদি কোনো সমস্যা থাকে তা আলোচনার মাধ্যমে সমাধান হবে। বিরোধীরা থাকলে সরকার কিছু শিখবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বেপরোয়া চালক যেমন দুর্ঘটনার কারণ, রাজনীতিতেও বেপরোয়া চালকের কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে আমার ভয় হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App