×

অর্থনীতি

শতাধিক নতুন পণ্য নিয়ে মেলায় নাভানা ফার্নিচার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৯, ০১:২৪ পিএম

শতাধিক নতুন পণ্য নিয়ে মেলায় নাভানা ফার্নিচার
দিনে দিনে জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এই মেলাকে ঘিরে নানা আয়োজনে মেতেছে উঠেছে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো। সবার একই চাহিদা ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করা। নানা অফারে জমজমাট হয়ে উঠছে মেলা। এবারের বাণিজ্যমেলায় ক্রেতাদের বাড়তি সুবিধা দিতে নাভানা ফার্নিচারে চলছে বিশেষ ছাড়। গতকাল বুধবার বাণিজ্যমেলা ঘুরে এমন চিত্র দেখা গেছে। মেলার মেইন ফটকের অদূরেই বামের গলিতে রয়েছে দেশের অন্যতম আসবাবপত্র নির্মাতা প্রতিষ্ঠান নাভানা ফার্নিচার। দৃষ্টিনন্দন দ্বিতল প্যাভিলিয়ন তৈরির পাশাপাশি একঝাঁক তরুণ-তরুণী ক্রেতাদের মনোযোগ আকর্ষণে ব্যস্ত। ক্রেতাদের সামনে উপস্থাপন করছেন বিভিন্ন ধরনের ফার্নিচার। এ ছাড়া মেলা উপলক্ষে ১০-১৭ শতাংশ পর্যন্ত ছাড়ের বিষয়টি ক্রেতা-দর্শনার্থীদের কাছে তুলে ধরছেন। নতুন পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন ক্রেতাদের। মধ্যবিত্ত থেকে শুরু করে সব শ্রেণির সাধ্যের মধ্যে মানসম্মত আসবাবপত্র উপস্থাপন করছে তারা। দৃষ্টিনন্দন খাট থেকে শুরু করে সোফা, টেবিল, আলমারি প্রায় সব ধরনের আসবাবপত্র রয়েছে এ স্টলে। এবারের বাণিজ্যমেলায় নাভানার প্রধান আকর্ষণ হচ্ছে লাইটিং খাট। এই খাটে বেড সুইচ ছাড়া লাইট অন অফ হবে। খাটে শুয়ার সঙ্গে সঙ্গে এই লাইট অন হয়ে যাবে। আর বেড থেকে উঠে গেলে অটোমেটিক লাইট অফ হয়ে যাবে। এ ছাড়া মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের বিষয়টি বিবেচনা করে রয়েছে বেড-কাম-সোফা, যা একই সঙ্গে বেড ও সোফার কাজ করবে। মেলায় এ বিষয়ে কথা হয় নাভানা ফার্নিচারের ধানমন্ডি থেকে আসা গৃহিণী নুজাইবার সঙ্গে। তিনি ভোরের কাগজকে জানান, আসলে দেশের অন্যতম একটি ব্যান্ড নাভানা। এর আগেও আমি নাভানা ফার্নিচারের শো-রুম থেকে খাট কিনেছি। মেলা উপলক্ষে নতুন কিছু আসছে কিনা এই বিষয়ে খোঁজ নিতে মূলত মেলায় এসেছি। এ বিষয়ে জানতে চাইলে নাভানা ফার্নিচারের প্যাভিলিয়ন ইনচার্জ ফিরোজ জামান ভোরের কাগজকে বলেন, মেলায় বিপুলসংখ্যক ক্রেতাদের সমাগম ঘটে। এদের সঙ্গে নাভানা পণ্যের পরিচয় করানোই মূল বিষয়। মেলা শুরুর কয়েক দিন হলেও আমরা ভালো সাড়া পাচ্ছি। এবারের মেলায় আমরা ১০০ ধরনের নতুন পণ্য নিয়ে এসেছি। এবারের মেলায় নাভানার প্রধান আকর্ষণ হচ্ছে লাইটিং খাট। এই খাটে বেড সুইচ ছাড়া লাইট অন অফ হবে। খাটে শুয়ার সঙ্গে সঙ্গে এই লাইট অন হয়ে যাবে। আর বেড থেকে উঠে গেলে অটোমেটিক লাইট অফ হয়ে যাবে। এ ছাড়া পণ্যভেদে রয়েছে ১০-১৭ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়। মেলা আসার মূল উদ্দেশ্য হচ্ছে- কোম্পানির ব্র্যান্ডিং আরো ব্যাপক পরিসরে বাড়ানো বলে জানান এই কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App