×

আন্তর্জাতিক

নাইরোবিতে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৯, ১১:৪৪ এএম

নাইরোবিতে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১
কেনিয়ার রাজধানী নাইরোবিতে বিলাসবহুল একটি হোটেলে জঙ্গি হামলার ঘটনায় ২১ জন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। গত মঙ্গলবার নাইরোবির ওয়েস্টল্যান্ড জেলার দুসিতডিটু হোটেলে ওই হামলার ঘটনা ঘটে। কেনিয়া সরকারের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদেনে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, অন্তত ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেড ক্রস জানিয়েছে, এখনও পর্যন্ত ১৯ জন মানুষ নিখোঁজ রয়েছেন। সোমালিয়া ভিত্তিক ইসলামি জঙ্গি সংগঠন আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। ১৯ ঘণ্টার এক অভিযানের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পাঁচ জঙ্গিকে 'দমনের' মাধ্যমে হোটেলটিকে জিম্মিদশা থেকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু মুইগাই কেনিয়াত্তা। ২০১১ সালের অক্টোবরে সোমালিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করতে সেনা পাঠিয়েছিল কেনিয়া। এরপর থেকেই আল-শাবাবের লক্ষ্যে পরিণত হয় দেশটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App