×

খেলা

গর্বিত মেসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৯, ০২:২১ পিএম

গর্বিত মেসি

মেসি

স্প্যানিশ লা লিগায় গত সোমবার এবারের মুখোমুখি হয়েছিল জায়ান্ট বার্সেলোনা। ম্যাচটি আর্নেস্তো ভালভের্দের শিষ্যরা জিতেছে ৩-০ গোলের ব্যবধানে। এ ম্যাচে বার্সার হয়ে ১টি গোল করেছেন দলটির আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর এই গোলের মধ্য দিয়েই মেসি স্পর্শ করেছেন অনন্য এক মাইলফলক। এবারের বিপক্ষে লক্ষ্যভেদ করার মধ্য দিয়ে প্রথম ফুটবলার হিসেবে স্প্যানিশ লা লিগায় ৪০০ গোল করার কীর্তি গড়েন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। এমন অর্জনে দারুণ গর্বিত মেসি। এ বিষয়ে গতকাল গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনার অধিনায়ক বলেন, ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করতে পেরে আমি গর্বিত। আশা করি, ভবিষ্যতে আরো অনেক কিছু অর্জন করতে পারব। এ সময় লিওনেল মেসি আরো বলেন, আমি রেকর্ড কিংবা পরিসংখ্যানে খুব বেশি মনোযোগ দিই না। প্রতিটা ম্যাচে নিজের সেরাটা উজাড় করে দেয়ার লক্ষ্য নিয়েই খেলতে নামি। আমি প্রতিটি ম্যাচকেই নতুন চ্যালেঞ্জ মনে করি। পাশাপাশি নিজের অর্জনের জন্য সতীর্থদের কৃতিত্ব দিয়ে মেসি বলেন, আমার এই কীর্তির পেছনে বার্সার প্রতিটি খেলোয়াড়েরই অবদান রয়েছে। কেননা তারা সাহায্য না করলে ৪০০ গোল করা আমার পক্ষে কখনোই সম্ভব হতো না। স্প্যানিশ লা লিগায় এখন যারা খেলছেন তাদের মধ্যে গোলের দিক থেকে মেসির ধারে কাছেও নেই কেউ। এ ক্ষেত্রে বার্সা ফরোয়ার্ডের পরই অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। লা লিগায় ৩১১ গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার। তবে গত বছরের মাঝামাঝি সময়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়েছেন রোনালদো। লা লিগার চলতি মৌসুমে দারুণ ছন্দে আসেন মেসি। ১৭ গোল নিয়ে এখন সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন তিনি। দ্বিতীয় স্থানে আছেন তার ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ। উরুগুইয়ান এই স্ট্রাইকার করেছেন ১৪ গোল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App